মেয়েদের আত্মরক্ষার কৌশল জানতে হবে, মন্তব্য তাপসী পান্নুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Sep 2017 07:44 PM (IST)
1
তাপসী নিজেও নিয়মিত মার্শাল আর্ট অনুশীলন করেন
2
তাপসীও ফিকি মহিলা সংগঠনের এই উদ্যোগে সামিল হয়েছেন
3
যুব সেনা প্রধান আদিত্য ঠাকরের সঙ্গে হাত মিলিয়ে ফিকি মহিলা সংগঠনের সঙ্গে যৌথ উদ্যোগে মুম্বইয়ে মহিলাদের আত্মরক্ষার কৌশল হিসেবে মার্শাল আর্ট প্রশিক্ষণের সূচনা করেছেন অভিনেতা অক্ষয় কুমার
4
এখন মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণের বিষয়ে প্রচার করছেন তাপসী
5
নাম শাবানা, পিঙ্ক ছবিতে তাপসীর অভিনয় চলচ্চিত্রপ্রেমীদের নজর কেড়ে নিয়েছিল
6
তাপসীর মতে, মেয়েদের নিজেদের কাছেই নায়িকা হয়ে উঠতে হবে
7
তাপসী বলেছেন, মেয়েদের শুধু মার্শাল আর্ট শেখাই যথেষ্ট নয়। তারা যাতে নিজেদের খেয়াল রাখতে পারে, সে বিষয়ে আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে
8
বণিকসভা ফিকি মহিলা সংগঠনের একটি অনুষ্ঠানে মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ এবং আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে সওয়াল করলেন অভিনেত্রী তাপসী পান্নু