বন্ধের দাবিতে বারাণসীতে দেশী মদের ঠেকে ভাঙচুর মহিলাদের
রাজ্যের দায়িত্ব নিয়েই যোগী আদিত্যনাথ প্রশাসন ঘোষণা করেছিল, রাজ্যের কোনও জায়গায় প্রকাশ্যে মদ্যপান করতে দেখা গেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনকী, অনেকে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছে বলেও জানান ওই মহিলারা।
মহিলাদের আরও অভিযোগ, তাঁদের স্বামীরা মদ খেয়ে রাতে বাড়ি ফিরে তাঁদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালায়। মারধর করে।
মহিলাদের অভিযোগ, মদের জন্য তাঁদের পারিবারিক জীবনে অশান্তি হচ্ছে।
এই নিয়ে রীতিমতো আন্দোলন চালাচ্ছেন মহিলারা।
তাঁদের দাবি, গ্রামের সব দেশী মদের দোকান বন্ধ করতে হবে।
শুধু দোকান ভাঙচুর করাই নয়, মদ তৈরির সামগ্রীও রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেন ওই মহিলারা।
শুধু এদিনই নয়, গত তিনদিন ধরেই মহিলারা বিভিন্ন দেশী মদের ঠেকগুলিতে হামলা চালাচ্ছেন।
বারাণসীর লোহতা থানার অন্তর্গত মঙ্গলপুর গ্রামে দেশী মদের ঠেকে মহিলারা আচমকা ভাঙচুর শুরু করে দেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -