দেখুন, গ্রহণ-রাতে চাঁদের ছবি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jul 2019 08:01 AM (IST)
1
ইতালিতে গ্রহণের চাঁদের লুকোচুরি।
2
ফ্রান্সের আকাশে আধখানা চাঁদ।
3
ক্রোয়েশিয়ার আকাশে চন্দ্রগ্রহণের মুগ্ধতা।
4
আর্জেন্তিনার আকাশে চাঁদের গ্রহণ।
5
দেখুন, চন্দ্রগ্রহণের এই অপূর্ব ছবিটি।
6
অষ্ট্রেলিয়ায় চন্দ্রগ্রহণের ছবি।
7
এর আগে ১৮৭০ সালে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এইভাবে চাঁদের গ্রহণ দেখা গিয়েছিল।
8
ভোর সাড়ে ৪টে নাগাদ গ্রহণমুক্তি ঘটে চাঁদের।
9
10
গ্রহণের সর্বোচ্চ সীমা বা পিক পিরিয়ড দেখা যায় রাত ৩টা ১ মিনিটে। তখন চাঁদের প্রায় ৬৫ শতাংশ ঢাকা পড়ে যায় পৃথিবীর ছায়ায়।
11
চন্দ্রগ্রহণ শুরু হয় রাত ১টা ৩১ মিনিটে। এশিয়া ও ইউরোপের বেশির ভাগ দেশ থেকেই প্রত্যক্ষ করা গিয়েছে গ্রহণ।
12
গুরুপূর্ণিমার রাতের আকাশে বিরল মহাজাগতিক ঘটনা। বছরের প্রথম ও শেষ আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেল ভারত সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে।