বিশ্বে করোনা মৃত্যুমিছিল অব্যাহত, কোন দেশে কেমন পরিস্থিতি?
সংক্রমিত ও মৃত্যুর নিরিখে শীর্ষে আমেরিকা। সেখানে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬ হাজার ১৮০ জনের। আক্রান্ত ১৮ লক্ষ ৩১ হাজার ৭৩০। এরপরই ব্রিটেন। সে দেশে মোট মৃত্যু ৩৯ হাজার ৪৫২। সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৭৯ হাজার ৩৯২ জন। ইতালিতে মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৫৩০ জনের। মোট আক্রান্ত ২ লক্ষ ৩৩ হাজার ৫১৫। ব্রাজিলে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মোট আক্রান্ত ৫ লক্ষ ৫৫ হাজার ৩৮৩। মৃত্যু হয়েছে ৩১ হাজার ১৯৯ জনের। ফ্রান্সে মৃতের সংখ্যা ২৮ হাজার ৯৪৩। আক্রান্ত ১ লক্ষ ৮৮ হাজার ৪৫০। স্পেনে মৃত ২৭ হাজার ১২৭। সংক্রমিত ২ লক্ষ ৩৯ হাজার ৯৩২ জন। রাশিয়ায় আক্রান্ত ৪ লক্ষ ২৩ হাজার ১৮৬ জন। মৃত ৫ হাজার ৩১।
করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ২৭ লক্ষ ২৮ হাজার ৩৬৩।
আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ৭২ হাজার ৪৪৭।
নোভেল করোনা ভাইরাসে মৃত্যু মিছিল অব্যাহত। গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৭৯ হাজার ৭০৯ জনের।