ফেসবুকে ফলোয়ার সংখ্যা ১৬ মিলিয়ন, মারা গেল বিশ্বের সবচেয়ে ‘কিউট’ কুকুর
২০১১-তে ‘বু: দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ডস কিউটেস্ট ডগ’ নামে একটি বইও প্রকাশিত হয়েছিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমালিক জানিয়েছেন, ‘বু’-এ মৃত্যু তাঁর পরিবারের কাছে খুবই দুঃখের বিষয়। কিন্তু খুশির বিষয় হল, ‘বু’ সঙ্গীবিচ্ছেদের যন্ত্রনা থেকে মুক্তি পেল।
সঙ্গীর মৃত্যুর পর ‘বু’ ভেঙে পড়েছিল, সম্ভবত এ জন্যই আর বেশিদিন বাঁচতে পারল না সে।
গত বছর ‘বু’-এর সঙ্গী কুকুরের মৃত্যু হয়। এরপর থেকেই বু-এর মধ্যে কিছু পরিবর্তন দেখা যায়। এমনটা ‘বু’-এর মালিক জানিয়েছেন।
‘বু’-এর মার্কিন মালিক প্রায়ই ওই পেজে বু ও তার সঙ্গীদের ছবি শেয়ার করতেন।
তাই নয়, ফেসবুকে কুকুরটির নামে পেজও ভেরিফায়েড ছিল।
কুকুরের মালিক ফেসবুকে এক পোস্টের মাধ্যমে ‘বু’-এর মৃত্যুর খবর জানিয়েছেন।
এর থেকেই বোঝা যায়, ‘বু’ নামে কুকুরটির জনপ্রিয়তা।
ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা ১৬ লক্ষ।
ইন্টারনেটে কুকুরটির ছবি লক্ষ লক্ষ মানুষের মানুষের মন কেড়েছে। বিশ্বের সবচেয়ে ‘কিউট’ কুকুর দাবি করা হত তাকে। সম্প্রতি মারা গেল কুকুরটি। (সব ছবি ফেসবুক থেকে নেওয়া)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -