বিশ্বের সবচেয়ে মহার্ঘ স্যান্ডেল, এত দাম!!!
জাডা দুবাই শুধু হিরে দিয়ে তৈরি জুতোই তৈরি করে। বিশ্বের সবচেয়ে অনন্য ও দুর্লভ জুতো তৈরিই তাদের লক্ষ্য। ছবি-ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগত বৃহস্পতিবার বুর্জ আল আরবে জুতোটি লঞ্চ করা হয়। এর আগে বিশ্বের সময় দামী স্যান্ডেলের দাম ছিল ১০৯ কোটি টাকা বা ১৫.১ মিলিয়ন মার্কিন ডলার। ছবি-ইনস্টাগ্রাম
স্যান্ডেলটি তৈরি করতে সময় লেগেছে নয় মাস। সোনা ও সিল্ক দিয়ে তৈরি এই স্যান্ডেলে রয়েছে ২৩৬ টি আসল হিরে। এতে রয়েছে ১৫ ক্যারেট ফ্ললেস রাউন্ড ডি-ডায়মন্ড। ছবি-ইনস্টাগ্রাম
দাম ১২৩ কোটি টাকা অর্থাত্ ১৭ মিলিয়ন মার্কিন ডলার। সংযুক্ত আরব আমিরশাহীর ব্র্যান্ড জাডা দুবাই প্যাশন জুয়েলার্সের সঙ্গে হাত মিলিয়ে এই স্যান্ডেলের ডিজাইন করেছে। ছবি-ইনস্টাগ্রাম
এই একজোড়া স্যান্ডেল সম্প্রতি দুবাইয়ে লঞ্চ হয়েছে। আসল হিরে ও সোনা দিয়ে তৈরি করা হয়েছে এই স্যান্ডেল। ছবি-ইনস্টাগ্রাম
জুতো সংগ্রহের শখ আছে? তাহলে এই খবর আপনার জন্য। এমন একটা স্যান্ডেল তৈরি করেছে এক কোম্পানি, যার দাম শুনলে চমকে যাবেন। ছবি-ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -