এই দুই যমজ বোন শেয়ার করেন সমস্ত কিছু, বয়ফ্রেন্ড পর্যন্ত
অথচ বোনেদের ইচ্ছে, তাঁরা একই সঙ্গে অন্তঃসত্ত্বা হবেন ও সন্তানের জন্ম দেবেন। যদি একজনকে দুজনেই বিয়ে করতে না পারেন তবে আইভিএফ, সারোগেসি অথবা দত্তক নেওয়ার পথে হাঁটতে পারেন তাঁরা।
দুজনেই ওয়েনকে বিয়ে করতে ইচ্ছুক কিন্তু বাদ সেধেছে অস্ট্রেলিয়ার বিবাহ আইন। এতে কোনও পুরুষ স্ত্রী বর্তমানে দ্বিতীয়বার বিয়ে করতে পারেন না।
বিষয়টিতে ওয়েনেরও বিন্দুমাত্র আপত্তি নেই।
এঁদের মিল এতটা, যে একই পুরুষের সঙ্গে অন্য বোনের উপস্থিতিতে যৌন সম্বন্ধ করতেও এঁরা লজ্জা পান না। এতে নাকি হিংসেও হয় না তাঁদের।
ইনস্টাগ্রামে এক সঙ্গে পোজ দিয়ে তোলেন ছবি।
দুজনে এক সঙ্গে কসমেটিক সার্জারিও করিয়েছেন। পোশাকআশাক, চুলের ছাঁট- সবই এক, সব সময়।
ইনি এঁদের বয়ফ্রেন্ড ওয়েন ব্রিয়ান। দু’বোনই ঠিক করেছেন, এঁকে বিয়ে করবেন তাঁরা।
এঁদের চেহারা যেমন এক, তেমনই পছন্দও। পোশাক, বিছানা থেকে বয়ফ্রেন্ড- সবই এঁরা ভাগ করে নেন।
এঁরা হলেন বিশ্বের সবথেকে হুবহু এক দেখতে বোন আনা ও লুসি ডে সিনকে। থাকেন অস্ট্রেলিয়ায়।