বিশ্বের সবথেকে খাটো দম্পতি, উচ্চতা ৩ ফুটেরও কম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jun 2016 08:45 AM (IST)
1
বিশ্বের সবথেকে খাটো দম্পতি পল ও কেটয়ুশিয়া। উচ্চতা ৩ ফুটেরও কম। ব্রাজিলের এই দম্পতি বিয়ের পর একসঙ্গে দশ দশটা বছর কাটিয়ে ফেলেছেন।
2
একটি ওয়েবসাইটের মাধ্যমে দুজনের আলাপ হয়েছিল। সেই থেকেই পথ চলা শুরু। পলের বয়স ৩০ এবং কেটয়ুশিয়ার ২৬।
3
4
5
6
সমস্ত কাজই একসঙ্গে করেন পল-কেটয়ুশিয়া। ঘুরতে যাওয়া, শপিং করা। উচ্চতায় খাটো হলেও প্রেমে অনেককেই টেক্কা দিতে পারেন তাঁরা।