মোদীর ছবি আঁকা পোশাক পরে বিতর্কে রাখী সবন্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2016 08:04 PM (IST)
1
উল্লেখ্য, ২০১৪-র লোকসভা নির্বাচনে কয়েকজন প্রচার পাওয়ার জন্য নরেন্দ্র মোদী ও রাহুল গাঁধীর ছবির সঙ্গে ফোটশ্যুট করেছিলেন।
2
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই ছবির নিন্দায় মুখর হয়েছেন অনেকেই।কেউ কেউ তো একে প্রচার পাওয়ার কৌশল বলেও মন্তব্য করেছেন।
3
এই পোশাক পরা ছবি রাখী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটেও পোস্ট করেছেন।
4
খোলামেলা কালো রঙের ওই পোশাকটির সর্বত্র মোদীর ছবি আঁকা ছিল।
5
দেশের ৭০ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আমেরিকায় ফেডারেশন অফ ইন্ডিয়ান আমেরিকানস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাখী। আর তিনি যে পোশাক পরেছিলেন তাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আঁকা।
6
রাখী সবন্ত ও বিতর্ক যেন সমার্থক। মাঝেমধ্যেই তিনি এমন কিছু করেন, যা ঘিরে বিতর্ক তৈরি হয়।
7
এবার এমন এক কাজ করলেন, যা সবাইকে চমকে দিয়েছে।