ফিরে দেখা ২০১৬, এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি খবর দেখব একনজরে
মার্কিন প্রেসিডেন্টের আসনে ট্রাম্পের আগমণ ৯ নভেম্বর, আমেরিকার ৪৫ তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়ে আসেন ডোনাল্ড ট্রাম্প। রাজনৈতিক ভাবে তিনি এই জায়গায় নতুন হলেও, শিল্পপতি হিসেবে তিনি সকলের কাছেই বিশেষভাবে পরিচিত।
সার্জিক্যাল স্ট্রাইক: উরি হামলার পর ভারতের তরফে পাকিস্তানকে উচিত্ শিক্ষা দিতে নিয়ন্ত্রণ রেখা বরাবর সাতটি জঙ্গি লঞ্চ প্যাডে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। যার ফল এখন সকলেরই জানা। সেপ্টেম্বর ২৮ ও ২৯ তারিখ রাতে সার্জিক্যাল স্ট্রাইক করেছিল ভারতীয় সেনা। পাঁচ ঘন্টা ধরে চলেছিল সেই অপারেশন। উরি হামলার এগারো দিন পর এই সার্জিক্যাল স্ট্রাইক চালানো হয়।
২০১৬ প্রায় শেষের পথে। ভাল মন্দ মিশিয়ে এক রকম মোটামোটি কেটে গেল ২০১৬। এই বছরের শুরুই হয়েছে একের পর এক সম্পর্ক বিচ্ছেদ দিয়ে। আবার অর্থনৈতিক স্তরে নেওয়া হয়েছে বিভিন্ন বৈপ্লবিক পদক্ষেপ। রাজনৈতিক স্তরেও এসেছে বিশাল অপ্রত্যাশিত পরিবর্তন। সবমিলিয়ে একনজরে ফিরে দেখা ২০১৬
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জে জয়ললিতা: ২০১৬, ডিসেম্বর ৫ তারিখ এআইএডিএমকে নেত্রী এবং তামিলনাড়ুর তত্কালীন মুখ্যমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তামিলনাড়ুতে সরকার তৈরির আট মাসের মধ্যেই মৃত্যু হয় জয়ললিতার
জিএসটি বিলে অনুমোদন স্বাধীনতা পরবর্তী ভারতে কর সংক্রান্ত সবচেয়ে বড় পদক্ষেপ। মূলত বিভিন্ন রাজ্যে যে ভিন্ন ধরনের কর পরিকাঠামো রয়েছে, তা মুছে দেওয়াই জিএসটির লক্ষ্য। ভারতে জিএসটির ফলে মূলত এক ধরনের করেরই অস্তিত থাকবে। যার জেরে বিশ্ববাজারে ভারত উদয় হবে সবচেয়ে বৃহত্তর একক মার্কেট হিসেবে
নোট বাতিল: গত ৮ নভেম্বর হঠাত্ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন বাজার চলতি সমস্ত ৫০০ ও হাজারের নোট সেদিন রাত বারোটার পর থেকে বাতিল হয়ে যাবে। তার বদলে বাজারে আসে নতুন দু হাজারের ও পাঁচশো টাকার নোট। এই সিদ্ধান্ত ঘোষণার পর দেশের পরবর্তী পরিস্থিতি সম্পর্কে প্রায় সকলেই জানে। শুরু হয় রাজনৈতিক চাপানউতোর, সাধারণ মানুষের হয়রানি। সেই নোট বাতিলের জের এখনও চলছে।