দেখুন, ২০১৭ সালে বলিউড হারিয়েছে এই পাঁচ তারকাকে
এ মাসের চার তারিখ প্রয়াত হয়েছেন শশী কপূর। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। অমিতাভ বচ্চনের সঙ্গে দিওয়ার, কভি কভি, নমক হালালের মতো বিখ্যাত ছবিগুলিতে অভিনয় করেন
২৯ সেপ্টেম্বর, ২০১৭ প্রয়াত হন মঞ্চের কিংবদন্তী অভিনেতা টম অল্টার। তাঁর ত্বকের ক্যান্সার হয়েছিল। বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি সত্যজিৎ রায়ের ছবি সহ তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেন
সেলুলয়েডে সলমন খানের মায়ের চরিত্রে অভিনয় করে বিখ্যাত হন রিমা
বলিউডের অন্যতম বিখ্যাত ‘মা’ রিমা লাগুও ২০১৭ সালে প্রয়াত হয়েছেন। হাম আপকে হ্যায় কউন, কুছ কুছ হোতা হ্যায়ের মতো বিখ্যাত ছবিগুলিতে তিনি অভিনয় করেন
২৭ এপ্রিল, ২০১৭ প্রয়াত হন বিনোদ খন্না। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনিও বলিউডের অন্যতম বিখ্যাত অভিনেতা ছিলেন
৬ জানুয়ারি, ২০১৭ প্রয়াত হন ওম পুরী। বলিউডে বহু স্মরণীয় ছবিতে অভিনয় করেন তিনি। অর্ধসত্য, তামস, জানে ভি দো ইয়ারো তাঁর বিখ্যাত ছবিগুলির অন্যতম
২০১৭ সাল প্রায় শেষ হতে চলেছে। প্রতি বছরের মতোই এ বছরও অনেক ভাল ও খারাপ স্মৃতি রেখে যাচ্ছে। এ বছর বলিউডের কয়েকজন তারকা প্রয়াত হয়েছেন