‘হ্যাঁ, আমি জঙ্গি’: কেরলের নিখোঁজ যুবক জানাল, আইএসে যোগ দিয়েছে সে
গোয়েন্দারা এই মেসেজের তদন্ত করছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App“কেউ আমার মগজধোলাই করেনি। ওরা আমাকে দলে নেয়নি। ওদের ব্যাপারে খবরের কাগজে পড়ে আমিই ঠিক করি, আইএসে যোগ দেব। ‘শহিদ’ হব।”
সে লিখেছে, সে জানে, কী করছে। তাতে মৃত্যু হলে কিছু যায় আসে না।
সে আরও লিখেছে, “তোমাদের বড় বড় বাড়ি আছে, ফ্রিজ আছে, গাড়ি আছে। এইসব মানুষের সামান্য ইলেকট্রিসিটিও নেই”।
৩০ জুন এই মেসেজ পাঠিয়েছে মারওয়ান। তার দাবি, আইএস দখলীকৃত এলাকা থেকে মেসেজটি পাঠিয়েছে সে। গোয়েন্দারা এখনও বুঝতে পারেননি, কোথা থেকে এসেছে সেটি।
ভগবান যখন জিজ্ঞেস করবে, কেন তুমি তাদের বাঁচাওনি, আমি কী উত্তর দেব? ঈশ্বরের জন্য লড়াই যদি সন্ত্রাসবাদ হয়, তবে আমি জঙ্গি।
এখানকার বাচ্চারা মরছে আমেরিকা আর রাশিয়ার হাতে। আমি কী করে চুপ করে থাকব?
“কাশ্মীর, গুজরাট ও মুজফফরনগরের মুসলিমদের আমি বাঁচাতে এসেছি। আইএসের সাহায্যে এই মিশন সম্পূর্ণ করব আমি”।
মেসেজে সে বলেছে,
কোনও চ্যাটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে মেসেজটি পাঠিয়েছে সে।
কেরল থেকে নিখোঁজ ১৫জন যুবকযুবতীর মধ্যে ১জন স্বীকার করল, আইএসে যোগ দেওয়ার কথা। ২৩ বছরের মহম্মদ মারওয়ান বাড়িতে মেসেজ পাঠিয়েছে। তাতে বলেছে, “যদি ‘আল্লা’র জন্য লড়াই করা সন্ত্রাসবাদ হয়, তবে আমি জঙ্গি”।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -