দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে সলমন ভক্তদের পাল্টা দিলেন যোগেশ্বর দত্ত
রিও অলিম্পিকে সলমনকে ভারতের শুভেচ্ছাদূত করার বিরোধিতা করেছিলেন যোগেশ্বর। এরপরেই সলমনের ভক্তদের সঙ্গে তাঁর ঝামেলা শুরু। অলিম্পিকের পরেও সেই ঝামেলা অব্যাহত।
সলমনের নাম না করে এই কুস্তিগির বলেছেন, আমাকে এমন অনেকে মেসেজ পাঠিয়েছেন যাঁরা সুপারস্টারের ফ্যান। তাঁরা আমাকে গালিগালাজ করেছেন। আমি তাঁদের বলতে চাই, দেশে সারমেয়দের চিৎকার করার অধিকার আছে এবং তারা চিৎকার করে।
ভক্তদের কাছে ক্ষমা চাওয়ার পরেই বলিউডের নায়ক সলমনের ভক্তদের একহাত নিয়েছেন যোগেশ্বর।
যোগেশ্বর স্বীকার করে নিয়েছেন, রিও অলিম্পিকে তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, সেটা এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে খারাপ লড়াই।
সোশ্যাল মিডিয়ায় লাইভ চ্যাটে ভক্তদের উদ্দেশে যোগেশ্বর বলেছেন, যাঁরা আমাদের হারে দুঃখ পেয়েছেন, তাঁদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। তবে আপনারা আশা ছাড়বেন না। কারণ, মানুষ আশা নিয়েই বাঁচে।
রিও অলিম্পিকে পদক জয়ের অন্যতম দাবিদার কুস্তিগির যোগেশ্বর দত্ত প্রথম রাউন্ডেই হারের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন। একইসঙ্গে তাঁকে কটূক্তি করার জন্য সলমন খানের ভক্তদের একহাত নিয়েছেন যোগেশ্বর।