পাকিস্তানি শিল্পী বিতর্কে সলমনের পাশে যোগী আদিত্যনাথ!
এমএনএস প্রধান রাজ ঠাকরে বলেছেন, ছবিতে নকল গুলি লাগে বলে সলমনের মৃত্যু হয় না। কিন্তু সেনা জওয়ানদের গায়ে আসল গুলি লাগে বলে তাঁদের মৃত্যু হয়
সলমনের পাশে দাঁড়িয়ে আদিত্যনাথ বলেছেন, তাঁদের লড়াই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে, শিল্পীদের বিরুদ্ধে নয়
পাকিস্তানি শিল্পীদের পক্ষে সরব হওয়ার পর থেকেই দেশজুড়ে সমালোচিত হচ্ছেন সলমন
বিজেপি সাংসদ তথা ভোজপুরি ছবির বিখ্যাত তারকা মনোজ তিওয়ারিও সলমনের সমালোচনা করে বলেছেন, পাকিস্তানে ভারতীয় ছবি নিষিদ্ধ হলে সেটা নিয়ে কিছু বলেন না সলমন
পাকিস্তানের অভিনেতাদের বলিউডে কাজ করতে দেওয়ার পক্ষে সওয়াল করে শিবসেনা, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার রোষে পড়া সলমন অপ্রত্যাশিতভাবেই পাশে পেলেন বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথকে
সুহেল শেঠের অভিযোগ, শিল্পীদের মতো ভিসা নিয়ে সন্ত্রাসবাদীরাও পাকিস্তান থেকে ভারতে আসে
বলিউডের অপর এক জনপ্রিয় অভিনেতা সইফ আলি খানও পাক শিল্পীদের পাশে দাঁড়িয়েছেন
সলমনের মন্তব্য নিয়ে বলিউড বিভক্ত। চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পাক শিল্পীদের বলিউডে নিষিদ্ধ করার বিপক্ষে। তবে সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি বলেছেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার
এমএনএস-এর হুমকির জেরে ফাওয়াদ খান ও মাহিরা খান পাকিস্তানে ফিরে গিয়েছেন
শিবসেনার দাবি, সলমনের বাবা সেলিম খানের উচিত তাঁর ছেলেকে গৃহবন্দি করে রাখা