জানেন, এই তারকারা বিবাহিত? বিশ্বাস না-ও হতে পারে
অপর এক বলিউড তারকা আয়ুষ্মান খুরানাও বিবাহিত
টিউলিপ জোশীর সঙ্গে সেনাবাহিনীর ক্যাপ্টেন বিনোদ নায়ারের বিয়ে হয়
২০০৭ সালে বিয়ে হয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। তাঁর একটি ছেলেও আছে। যদিও ২০১৫ সালে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়
বলিউডে পা রাখার আগেই বিয়ে হয় মাহি গিলের। যদিও পরে তাঁর বিবাহ বিচ্ছেদ হয়ে যায়
২০০০ সালে ক্যাপ্টেন কর্ণ গিলের সঙ্গে বিয়ে হয় বলিউডের হট তারকা মল্লিকা শেরাওয়াতের। তবে এক বছর পরেই তাঁদের বিচ্ছেদ হয়ে যায়
অভিনেতা ও গায়ক দিলজিৎ দোসাঞ্জও বিবাহিত। যদিও তিনি প্রকাশ্যে এ বিষয়ে মুখ খুলতে নারাজ
এমন কয়েকজন তারকার ছবি দেখতে চলেছেন, যাঁরা বিবাহিত এ কথা বিশ্বাস করা কঠিন। এখন দেখছেন মডেল ও অভিনেত্রী ওয়ালুসকা ডি সুজার ছবি। ডিজাইনার মার্ক রবিনসের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল। তাঁদের তিন সনন্তানও হয়। ২০১৩ সালে অবশ্য তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংহও বিবাহিত। তাঁর স্ত্রীর নাম কোয়েল রায়
২০১১ সালে অবন্তিকা মালিকের সঙ্গে বিয়ে হয় ইমরান খানের। তাঁদের একটি মেয়েও আছে
২১ বছর বয়সেই বিয়ে হয়ে যায় অদিতি পাও হায়দারির। যদিও পরে স্বামী সত্যবীর মিশ্রর সঙ্গে অদিতির বিবাহ বিচ্ছেদ হয়ে যায়