ভারতের এই জায়গাগুলো দেখলে আপনি বিদেশ ভুলে যাবেন
এমনই একটি অসাধারণ জায়গা মহারাষ্ট্রের তরকর্লী। সমুদ্রের ধারে বেড়ানো অথবা জলে নেমে ঢেউয়ের তালে মেতে উঠতে সবারই ভাল লাগে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগুজরাতের কচ্ছের রণ অঞ্চলও অত্যন্ত সুন্দর। এই অঞ্চলেও পর্যটকরা দলে দলে বেড়াতে যান।
ভারতের আরও একটি অসাধারণ সৌন্দর্যবিশিষ্ট জায়গা হল নৈনিতাল। উত্তরাখণ্ডের এই বিখ্যাত পর্যটনস্থলের নাম যেমন পর্যটকদের কাছে পরিচিত, তেমনই নৈনিতালে প্রতি বছরই অসংখ্য পর্যটক পাড়ি জমান।
অপর একটি অসাধারণ জায়গা হল কেরলের মুন্নার। সবুজে ঢাকা এই পর্যটন কেন্দ্রের সৌন্দর্য অবিশ্বাস্য।
লাদাখের সৌন্দর্যেরও কোনও তুলনা হয় না। এখানকার রাস্তায় গাড়ি নিয়ে ঘোরা বা হেঁটে ঘোরার অনুভূতি রোমাঞ্চকর।
ভারতে এমন কিছু জায়গা আছে, যেগুলির সৌন্দর্যের কোনও তুলনা নেই। এই জায়গাগুলিতে বেড়াতে গেলে বা সেখানকার ছবি দেখলে মনেই হবে না এদেশে আছেন। মনে হবে বিদেশে বেড়াচ্ছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -