বদলে যাচ্ছে পাসপোর্ট, জেনে নিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য
সম্প্রতি বিদেশ মন্ত্রক পাসপোর্ট সংক্রান্ত পরিবর্তনের কথা জানিয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার বিভিন্ন পাসপোর্টের রঙ ভিন্ন হবে।ইসিআর স্টেটাসের পাসপোর্টের রঙ কমলা, ইসিএনআর স্টেটাসের পাসপোর্ট রঙ নীল হবে। পাসপোর্টের শেষ পাতা আর ছাপাই হবে না। ওই পাতায় গ্রাহকের ঠিকানা লেখা থাকত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার অ্যাপের মাধ্যমে পুলিশ ভেরিফিকেশন করা হবে। আগে এই কাজ করতে কয়েক মাস লেগে যেত। কিন্তু নয়া পদ্ধতিতে এই কাজ ১২ ঘন্টায় সম্পূর্ণ হয়ে যাবে। পুলিশ অনলাইনে আবেদনকারীদের বাড়িতে গিয়ে আঙুলের ছাপ ও ফটো নিয়ে অনলাইন ফিড করিয়ে দেবে। পাসপোর্টের শেষ পাতা ফাঁকা থাকার কারণে এটিকে আর ঠিকানার প্রমাণপত্র হিসেবে পেশ করা যাবে না। এই পাতায় অভিভাবকের নাম, পিতা, পত্নীর নাম ও পুরানো পাসপোর্টের নম্বর লেখা থাকত। বর্তমানে তিন রঙের পাসপোর্ট রয়েছে ভারতে। সরকারি আধিকারিকদের জন্য পাসপোর্টের রং সাদা, কূটনীতিকদের জন্য লাল এবং বাকি সব নীল রঙের।
এখন থেকে পাসপোর্টের জন্য অনলাইন পুলিশ ভেরিফিকেশন হবে। খুব শীঘ্রই বাড়িতে গিয়ে পুলিশ কর্তৃক তথ্য যাচাই পদ্ধতি বন্ধ হয়ে যাবে। এবার থেকে পাসপোর্ট তৈরির কাজে ঝামেলরা কমবে।
আগে পাসপোর্ট নীল রঙের হত। যাঁদের ‘এমিগ্রেশন চেক স্টেটাস’ (ইসিআর) পাসপোর্ট আছে, নতুন নিয়ম অনুযায়ী সেই পাসপোর্টের রঙও বদলে ফেলে কমলা রঙের করা হবে। ইমিগ্রেশন আইন ১৯৮৩ অনুযায়ী, যে সমস্ত পাসপোর্টধারী স্কুলশিক্ষা শেষ করেননি তাঁরা চুক্তিভুক্ত ১৮ দেশে কাজ করতে গেলে তাঁদের ইসিআর দেওয়া হয়। এই শ্রেণীভূক্তরা সাধারণত কাজের জন্য সৌদি আরব, ওমান, কাতার, বাহারিন, আফগানিস্তান, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলিতে যান।
পাসপোর্টের বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। যাঁরা বিদেশে যাচ্ছেন বা দেশের বাইরে যাচ্ছেন, তাঁদের জন্য প্রয়োজনীয় কিছু তথ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -