জানেন, বিয়ের পর নতুন কী নাম হল যুবি-পত্নী হ্যাজেলের?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
03 Dec 2016 12:03 AM (IST)
1
নতুন নাম নিলেও পুরনো নামটা অবশ্য ছাড়ছেন না হ্যাজেল। জানা গিয়েছে, আগের নামটিই সবক্ষেত্রে ব্যবহার করবেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
চণ্ডীগড় থেকে ৪০ কিমি দূরে দফেড়া সাহেব গুরুদ্বারে সম্পন্ন হয় যুবরাজ সিংহ এবং হ্যাজেল কিচ-এর বিয়ের অনুষ্ঠান।
3
নাম পরিবর্তনের ব্যাপারে নাকি উৎসাহী ছিলেন নববধূ হ্যাজেলও।
4
সূত্রের খবর, যুবরাজের মা শবনম সিংহের ইচ্ছে মেনেই এই নতুন নামকরণ।
5
শিখরীতি মেনে বিয়ে হয় হ্যাজেল-যুবির। রীতি অনুযায়ী বিয়ের পর নাম পরিবর্তন করার নিয়ম নববধূর। বিয়ের অনুষ্ঠানেই সাধু বলভিন্দর সিংহ হ্যাজেলের নতুন নাম দেন গুরবসন্ত কৌর।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -