ব্যাট হাতে জাভাগল শ্রীনাথের 'নজির' স্পর্শ করলেন চাহল
এরপর দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় নিউজিল্যান্ড।
বোল্টের দাপটে ভারতের টপ অর্ডার ব্যর্থ হয়। পাঁচটি উইকেট নেন বোল্ট।
চাহলের এই প্রচেষ্টা সত্ত্বেও ভারত ৩০.৫ ওভারে অলআউট হয়ে যায়।
দশ নম্বরে ব্যাট করতে নেমে নবম উইকেটে কুলদীপ যাদব (১৫)-এর সঙ্গে ৩৫ রান যোগ করেন চাহল।
১৮ রানের অপরাজিত ইনিংসের সুবাদে চাহল জাভাগল শ্রীনাথের পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ নম্বরে নেমে কোনও ম্যাচে দলের হয়ে সর্বাধিক রান সংগ্রহকারী হলেন তিনি। ১৯৯৬-এ পাকিস্তানের বিরুদ্ধে ১০ নম্বরে নেমে ৪৩ রান করেছিলেন শ্রীনাথ।
আর এভাবে ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১০ নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে কোনও ম্যাচে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান হলেন তিনি।
ট্রেন্ট বোল্ট ও কলিন ডি গ্র্যান্ডহোমের বোলিংয়ের সামনে যখন ভারতের টপ অর্ডার ভেঙে পড়েছিল, তখন ৩৭ বলে ১৮ রান করে দলের ইনিংসে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটসম্যান ছিলেন চাহলই।
কিন্তু গত বৃহস্পতিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং দক্ষতার পরিচয়ও তিনি দিয়েছেন। আর মেন ইন ব্লুর হয়ে ব্যাট হাতে একটা রেকর্ডও নিজের নামে করেছেন তিনি।
ভারতীয় দলের অন্যতম সেরা অস্ত্র রিস্ট স্পিনার যজুবেন্দ্র চাহল।