জিম্বাবোয়েতে সেনা অভ্যুত্থান, গৃহবন্দি মুগাবে
সেনাবাহিনী জিম্বাবোয়ের ক্ষমতা দখল করার ফলে এবার মুগাবের বদলে বরখাস্ত হওয়া ভাইস-প্রেসিডেন্ট এমার্সন এমনাঙ্গাগওয়ার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। গত সপ্তাহেই তাঁকে বরখাস্ত করেন মুগাবে। তবে এবার তিনি নিজেই ক্ষমতা হারালেন
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৯৩ বছর বয়সি মুগাবে ১৯৮০ থেকে জিম্বাবোয়ের প্রেসিডেন্ট। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপোষণের বহু অভিযোগ আছে
স্বয়ং মুগাবে বা সেনাবাহিনীর পক্ষ থেকে অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি
জিম্বাবোয়ের শাসক দলের পক্ষ থেকেও ট্যুইটারে দাবি করা হয়েছে, মুগাবেকে বন্দি করা হয়েছে
মুগাবের সঙ্গে ফোনে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা। তিনি জানিয়েছেন, মুগাবে গৃহবন্দি থাকার ইঙ্গিত দিলেও, তিনি ঠিক আছেন
জিম্বাবোয়ের সেনাবাহিনী অবশ্য অভ্যুত্থানের কথা অস্বীকার করেছে। সেনাবাহিনীর এক মুখপাত্রর দাবি, মুগাবের ঘনিষ্ঠ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে
জিম্বাবোয়েতে সেনা অভ্যুত্থান। সরকারি টেলিভিশনের দখল নিল সেনাবাহিনী। প্রেসিডেন্ট রবার্ট মুগাবাকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলে খবর
- - - - - - - - - Advertisement - - - - - - - - -