কলকাতা : চৈত্রের শুক্লপক্ষে বুধবার দেবী অন্নপূর্ণার আরাধনা আজ বাঙালির ঘরে ঘরে। দ্বিভূজা দেবীর একহাতে কলস, অন্য হাতে তিনি অন্নদান করছেন ভগবান শিবকে। জগতের অন্নকষ্ট দূর করতে স্বয়ং শিব ভিখারির বেশে দ্বারস্থ হন দেবী অন্নপূর্ণার। মস্তকে নবচন্দ্র, একপাশে ভূমি, অন্যপাশে শ্রী। নৃত্যপরায়ণ শিবকে দেখে যিনি সন্তুষ্ট হন। আমার সন্তান যেন থাকে দুধেভাতে, চিরাচরিত এই আর্তি নিয়ে ঘরে ঘরে অন্নপূর্ণার পুজো হয়। মনে করা হয়, গৃহে অন্নপূর্ণার পুজো করলে কখনওই অন্নের অভাব হয় না। অন্নপূর্ণা পুজোয় দরিদ্র নারায়ণ সেবা করলে ঘরে সমৃদ্ধি আসে। বাসন্তী দুর্গা অষ্টমীতে দেবীর আরেক রূপ এই অন্নপূর্ণার পুজো করা হয়। বুধবার সারাদিনই অষ্টমী রয়েছে। ফলে সেই মতো পুজো অর্পণ করতে পারেন। অন্নপূর্ণা পুজোর দিন কী কী করলে পুণ্য লাভ হবে জেনে নিন।
- অন্নপূর্ণা পুজোয় খাবার নষ্ট করবেন না। অন্নপূর্ণা অন্নের দেবী, তিনি অপচয় পছন্দ করেন না।
- এদিন দান করুন। নিজের ঘর থেকে চাল নিয়ে দান করুন গরিব মানুষদের।
- সম্ভব হল ঘর অন্ন রেঁধে গরিবদের খাওয়ান। যথেষ্ট সম্মান দিন। অবজ্ঞা করবেন না তাঁদের ।
- অন্নপূর্ণাা পুজোয় পরিষ্কার পোশাক পরুন।
- পাট বাা সুতির বস্ত্র পরে পুজোয় বসুন।
- মা দুর্গার সঙ্গে সঙ্গে শিবেরও আরাধনা করতে হবে এদিন।
- দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে কাশীতে। বাড়িতে অন্নপূর্ণার আরাাধনা হলে অন্নকূট করুন।
- এই দিন আমিষ ভোজন করবেন না।
- মদ্যপাান, ধূমপান থেকে দূরে থাকবেন।
- কাউকে দুর্বাক্য বলবেন না। এমন কোন ব্যবহার করবেন না যাতে অপর মানুষ খুশি হন।
- মিথ্যে কথা বলবেন না। মিথ্যাচারে অসন্তুষ্ট হন দেবী।
- একটি জবা ফুলে লাল চন্দন লাগিয়ে তার মধ্যে একটি এলাচ দিয়ে দেবীরে কুজো করুন।
- দরিদ্রকে পিতলের পাত্রে আতপ চাল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
জ্যোতিষশাস্ত্র বলছে, এই সময়কালে যদি দেবী দুর্গাকে তুষ্ট করা যায়, তাহলে কেটে যেতে পারে বহু বাধা। সেই তুষ্ট করার মন্ত্রও জানাচ্ছেন জ্যোতিষবিদরা।
কোন মন্ত্রে দেবী বোধন করবেন?
অন্নপূর্ণে নমস্তুভ্যং নমস্তে পরমম্বিকে। তচ্চারুচরণে ভক্তিং দেহি দীনদয়াময়ি৷৷ অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্করপ্রাণবল্লভে। জ্ঞানবৈরাগ্যসিদ্ধ্যর্থং ভিক্ষাং দেহি নমোহস্তুতে। এই মন্ত্রে তুষ্ট করুন দেবীকে ।