নরক চতুর্দশী দীপাবলির এক দিন আগে এবং ধনতেরসের একদিন পরে উদযাপিত হয়। পঞ্চাঙ্গ অনুসারে, নরক চতুর্দশী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এটি ছোট দিওয়ালি, রূপ চৌদাস, নরকা চৌদাস, রূপ চতুর্দশী বা নরকা পুজো নামেও পরিচিত। এই দিনে মৃত্যুর দেবতা যমরাজ ও শ্রীকৃষ্ণের পুজো করার বিধান রয়েছে। এবছর ছোট দীপাবলি আজ অর্থাৎ ১১ ই নভেম্বর ।


এই নরক চতুর্দশীতে এমন কিছু কাজ করা যায়, যা করলে  দারিদ্র্য দূর হবে এবং পরিবারে অর্থের আগমন হবে, সৌভাগ্যের বৃষ্টি হবে, জীবনের সমস্ত আর্থিক কষ্ট দূর হতে পারে।  যে কোনও উৎসব উদযাপনের মূল উদ্দেশ্য হল ইতিবাচক মনোভাব নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। যাঁরা ঈশ্বরের কাছে আশ্রয় প্রার্থনা করে তারাই কেবল তাঁর আশীর্বাদ ও বরদান পায়। 


নরক চতুর্দশীর উদ্দেশ্য হল চতুর্দশীর দিনে যাবতীয় অপবিত্রতা দূর করা। এই দিন কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবেই। 



  • নরক চতুর্দশীকে কেন্দ্র করে অনেক ধরনের বিশ্বাস প্রচলিত আছে । অনেকে মনে করেন,  এই দিনে রামভক্ত হনুমানের জন্ম হয়েছিল। তাই এই দিনে হনুমানের বিশেষ পুজো করতে হবে। 

  • এই দিনে  পুরো পরিবার একশতবার হনুমান চালিসা পাঠ করতে পারলে শুভলাভ হয়। পারিবারিক কষ্টের অবসান হয় এবং তারা জীবনের অনেক ধরনের বাধা, ঝামেলা এবং চাপ থেকে মুক্তি পায়। কথিত আছে যে দীপাবলির দিনে লঙ্কা জয় করে ভগবান শ্রী রাম লক্ষ্মণ ও সীতা মাতার সঙ্গে অযোধ্যায় ফিরে আসেন। এরপর থেকেই মানুষ এই দিনটিতে চারিদিক আলোয় সাজিয়ে দেন।   বিশ্বাস করা হয় যে, এই দিনে ভগবান শ্রী কৃষ্ণ নরকাসুর নামক অসুরকে বধ করেছিলেন, তাই একে নরক চতুর্দশীও বলা হয়। 

  • ঘরগুলি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। বাড়ির নর্দমা দিয়েই যাবতীয় বর্জ্র বেরিয়ে যায়। তাই তার পাশেও প্রদীপ জ্বালান।

  • নরক চতুর্দশীর দিনে সারা শরীরে তেল মাখলে আর্থিক সচ্ছ্বলতা আসে বলে অনেকের বিশ্বাস । যাঁরা আর্থিক অনটনে ভুগছেন তাঁরা এই দিনে  শরীরে তেল লাগাতে পারেন, তাদের কাছে অর্থ আসতে শুরু করবে।, এমনটাই বিশ্বাস।

  • বিশ্বাস করা হয় যে নরক চতুর্দশীর দিন যমদেবের পুজো করলে অকালমৃত্যুর ভয় দূর হয়। এছাড়াও, সমস্ত পাপ নাশ হয়, তাই সন্ধ্যায় যমদেবের পুজো করুন এবং অবশ্যই বাড়ির দরজার উভয় পাশে প্রদীপ জ্বালান। 
    ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।