অনির্বাণ বিশ্বাস, কলকাতা : চাঁদের দেশে পাড়ি দিয়েছে ভারত। চন্দ্রযানের ( Chandrayaan 3 ) সফল ল্য়ান্ডিংয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুর দুর্গম স্থান ছুঁয়েছে ভারতের চন্দ্রযান বিক্রম ( Vikram Lander ) । মহাকাশ গবেষণায় ইসরোর সাফল্য় উদযাপন করেছেন আপামর দেশবাসী। এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসবের থিমেও ভারতের চন্দ্রযানের সাফল্য়। 


৪৬ তম বর্ষে পুজোর থিম ইসরোর  (ISRO ) বিজ্ঞানীদের উৎসর্গ করলেন লেকটাউনের নেতাজি স্পোর্টিং ক্লাবের কর্মকর্তারা। চন্দ্রযান সাফল্য়কে থিমে মেলে ধরতে উদ্য়োগী হয়েছেন তাঁরা। খুঁটি পুজো দিয়ে রবিবার থেকে শুরু হল এই ক্লাবের পুজোর প্রস্তুতি। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও দমকলমন্ত্রী সুজিত বসু। দমকলমন্ত্রী বললেন, 'খুবই ভাল। চন্দ্রযান ল্য়ন্ডিংয়ে আমাদের বিজ্ঞানীরা সফল হয়েছেন। এই ক্লাব ভাল পুজো করে।' 




ইসরোর বিজ্ঞানীদের পরিশ্রম, সাফল্য় ও গোটা দেশের আবেগকে থিমে তুলে ধরবেন শিল্পী। দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে, আশাবাদী পুজো উদ্য়োক্তারা। 


প্রতিবছরই ভাবনা-চিন্তায় চমকে দেয় এই ক্লাব। ২০২২ সালে ইদের দিনে সম্প্রীতির বার্তা দিয়ে তাদের ৪৫ বর্ষের পুজোর খুঁটি পুজো করেছিল এই ক্লাব।  থিম ছিল  "স্বপ্ন স্বপ্নে নয়, স্বপ্ন হয় বাস্তবে"। পাশাপাশি 'হিন্দু-মুসলিম, ভাই ভাই' এই বার্তা দিতে ইদের দিনটিকে পুজোর থিম ঘোষণার দিন হিসেবে বেছে নিয়েছিল এই ক্লাব। 


 খুঁটি পুজো হয় লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘেরও


পুজো আসতে আর ৫০দিনও বাকি নেই। সেপ্টেম্বরের রবিবাসরীয় সকালে খুঁটি পুজো হয় লেক অ্যাভিনিউ সেবক সঙ্ঘেরও। এ বছর তৃতীয় বর্ষে পা দিল এই পুজো। এবারের এই ক্লাবের থিম প্রকৃতির ক্য়ানভাসে। আগে প্রকৃতি কেমন ছিল এবং এখন প্রকৃতি কেমন হয়েছে, তাই থিমে তুলে ধরা হবে। খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন গায়ক ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী বাবুল সুপ্রিয়।  এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছিলেন স্থানীয় কাউন্সিলর মণিষা বসুও। থিম পুজোর যুগে চমক নিয়ে হাজির হতে প্রস্তুত হচ্ছে লেক অ্য়াভিনিউ সেবক সঙ্ঘ। 

এবার পুজোর নির্ঘণ্ট


এবার মহালয়া পড়েছে ১৪ অক্টোবর, ২৬ শ্রাবণ।


দুর্গাপুজো ২০২৩-এর নির্ঘণ্ট-


মহাষষ্ঠী- ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার 
মহাসপ্তমী- ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার 
মহাষ্টমী - ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার (সন্ধিপুজো-
সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো।
সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু।
সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান।
রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি)
মহানবমী- ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী- ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।




 



(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)