কলকাতা : গুরু শব্দের মানে হল যিনি অন্ধকার দূর করেন। নতুন পথের দিশা দেখান। তমসা থেকে জ্যোতির্ময়ের পথে চালিত করেন। একটি শ্লোকের মাধ্যমে গুরুপূর্ণিমাতে শ্রী গুরুকে শ্রদ্ধাজ্ঞাপনও করা হয়। তা হল- ‘গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেবো মহেশ্বর/ গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ’। অর্থাৎ জীবনে গুরুই হলেন ব্রহ্মা-বিষ্ণু-মহেশ্বর।  তিনিই আমাদের সৃষ্টি-স্থিতি-লয়ের জ্ঞান বা পরম ব্রহ্মজ্ঞান দান করেন। সেই গুরুর উদ্দেশে প্রণাম জানাই। 



এই বছর ৩ জুলাই গুরু পূর্ণিমার উৎসব উদযাপিত হবে। গুরু আমাদের জীবনের পথপ্রদর্শক। রাশিতে বৃহস্পতি উচ্চ এবং শক্তিশালী অবস্থানে থাকলে কাজে সাফল্য, যশ ও খ্যাতি লাভের সম্ভাবনা থাকে। রাশিতে বৃহস্পতিকে শক্তিশালী করতে অবশ্যই গুরু পূর্ণিমায় গুরুর  পুজো  করুন।


প্রাচীনকাল থেকেই আষাঢ় পূর্ণিমায় গুরু পুজোর প্রথা চলে আসছে, কারণ এই দিনে মহর্ষি বেদ ব্যাস জন্মগ্রহণ করেছিলেন। গুরু পূর্ণিমার দিন, শিষ্যরা তাঁদের গুরুদের কাছে প্রার্থনা করেন এবং তাঁদের আশীর্বাদ কামনা করেন। এই বছর, গুরু পূর্ণিমায় অনেকগুলি শুভ যোগ তৈরি হচ্ছে, এতে গুরু দীক্ষা গ্রহণ করলে জীবনে সুখ এবং সাফল্য আসবে। 


গুরু পূর্ণিমায় শুভ যোগ : 


গুরু পূর্ণিমার দিনে ব্রহ্ম যোগ, ইন্দ্র যোগ এবং বুধাদিত্য রাজ যোগ গঠিত হচ্ছে। এই শুভ যোগে গুরুর দীক্ষা গ্রহণ করা শুভ হবে। গুরুর চরণ পুজো করলেই পাবেন কাঙ্খিত ফল। জীবনের ঝামেলা দূর হবে সাফল্যের পথ সহজ হবে। 



  • ব্রহ্ম যোগ - ২ জুলাই  সন্ধে ৭.২৬ থেকে ৩ জুলাই দুপুর ৩.৪৫ পর্যন্ত

  • ইন্দ্র যোগ - ৩ জুলাইদুপুর ৩ টে ৪৫ থেকে ৪ জুলাই বেলা ১১.৫০ পর্যন্ত

  • বুধাদিত্য যোগ - ২৪ জুন বুধ মিথুনে প্রবেশ করবে। সূর্য ইতিমধ্যেই মিথুন রাশিতে অবস্থান করছে। এমতাবস্থায় বুধাদিত্য রাজ যোগ এই গ্রহের মিলনে তৈরি হচ্ছে।  

    গুরু পূর্ণিমায় গুরু দোষের প্রতিকার



    • গুরু পূর্ণিমার দিন থেকে নিয়মিত গুরু গ্রহ 'ওম বৃহস্পতয়ে নমঃ' মন্ত্র জপ করুন। এর মাধ্যমে  বৃহস্পতি দোষের অবসান হবে এবং জীবনে উন্নতি হবে।                

    • আপনার গুরুকে পুজো নিবেদনের পর হলুদ কাপড়, ছোলা ডাল, হলুদ, সোনা, জাফরান, পিতলের পাত্র ইত্যাদি কোনো দরিদ্র ও অভাবী ব্রাহ্মণকে দান করুন। এর ফলে গুরু দোষ শেষ হবে।       

      আরও পড়ুন:

      ব্যয় বাড়বে বৃষর, পরিবার নিয়ে উদ্বেগ মিথুনের, সপ্তাহের শুরুটা কোন রাশির কেমন ? 


      আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


      https://t.me/abpanandaofficial