কলকাতা: কথিত আছে যে, আষাঢ় পূর্ণিমা দিবসটিকে গুরু পূর্ণিমা উৎসব হিসেবে উদযাপন শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাসের ৫ জন শিষ্য। হিন্দুধর্মে মহর্ষি বেদব্যাসকে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের রূপ হিসাবে বিবেচনা করা হয়েছে। বেদব্যাসজি সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। কথিত আছে যে মহর্ষি বেদব্যাস আষাঢ় মাসের এই দিনেই তাঁর শিষ্য ঋষিদের শ্রীভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন। সেই থেকে মহর্ষি বেদব্যাসের ৫ জন শিষ্য এই দিনটিকে গুরুপূর্ণিমা হিসেবে উদযাপন পালন করা শুরু করেন।  


হিন্দু ধর্মে গুরুর স্থান ঈশ্বরের সমান। প্রতি বছর, আষাঢ় পূর্ণিমার দিনটি গুরু পূর্ণিমা হিসাবে পালিত হয় ভগবানের রূপে গুরুকে সম্মান, পূজা এবং গুরুত্ব দেওয়ার জন্য। কারণ এটি বেদ ব্যাসের জন্মবার্ষিকী, এটিকে ব্যাস পূর্ণিমাও বলা হয়।


জুলাই মাসে গুরু পূর্ণিমার তারিখ নিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি রয়েছে। ২০ না কি ২১ জুলাই, কবে গুরুপূর্ণিমা? তিথি অনুযায়ী রবিবারই পালন করা হবে অর্থাৎ ২১ জুলাই হবে।


আরও পড়ুন, জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের দৃষ্টি এই ৩ রাশিতে, ঘুরবে ভাগ্যের চাকা, হবে আশাপূরণ


পঞ্জিকা অনুযায়ী জানা যাচ্ছে, পূর্ণিমা তিথি ২০ জুলাই, ২০২৪ শনিবার বিকেল ৫:৫৯ মিনিট থেকে শুরু হবে, যা পরের দিন ২১ জুলাই বিকাল ৩:৪৬ মিনিটে শেষ হবে। উদয়তিথি বৈধ হওয়ায় আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা ২১ জুলাই পালিত হবে। অনেক যোগ এই বছর গুরু পূর্ণিমায় মিলিত হবে এবং এই দিনে সর্বার্থ সিদ্ধি, রবি, প্রীতি এবং বিশকুম্ভ যোগও হবে। পূজার শুভ সময় হবে সকাল ৭:১৯ থেকে দুপুর ১২:২৭ পর্যন্ত। 



গুরু তাঁর শিষ্যকে অজ্ঞতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান। জীবনকে সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদান রয়েছে। গুরু পূর্ণিমার দিন 'গুরুরব্রহ্ম গুরুরবিষ্ণু রগুরুদেব মহেশ্বরঃ গুরু সাক্ষত পরব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ' মন্ত্রটি জপ করুন।


গুরু প্রণাম মন্ত্র:━
ওঁ অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম্।
তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া।
চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
গুরুর্বহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ।
গুরু সাক্ষাৎ পরংব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।


ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে