Holi 2024: নতুন বছর শুরু মানেই চোখ খোঁজে কবে কী উৎসব। আর কোন উৎসবকে কেন্দ্র করে কদ্দিন ছুটি মিলবে, সেদিকেই থাকে নজর। সামনেই একাধিক উৎসব। সরস্বতী পুজো, দোল।


শীতের রুক্ষতার শেষে প্রকৃতি ফের রঙের রাজ্যে ফেরে বসন্তে। আর এই সবার রঙে রং মেলানোর উৎসবই হল দোল বা হোলি। সেই সঙ্গে হোলি অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয়ের উৎসবও বটে।  হোলিকা দহন তো  ন্যায়ের জয়ের বার্তাই দেয়। বৈচিত্রের দেশ ভারতে নানা নামে  পালন করা হল রঙের উৎসব। তবে নাম যাই হোক, দোল বলুন বা হোলি, উৎসবের উদ্দেশ্যই হচ্ছে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া, সবার রঙে রং মেলানো। 


সেই সঙ্গে একটি পৌরাণিক বিশ্বাস আছে । হোলির সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী কৃষ্ণের লীলাখেলা ও রাধা কৃষ্ণের প্রেম। তাই তো আজও মথুরা বৃন্দাবনে হোলির মতো বড় উৎসব কমই আছে।  এই উৎসবের একাধিক  তাৎপর্য রয়েছে। ফাল্গুন পূর্ণিমায় হোলিকা দহন হয় এবং পরের দিন হোলি খেলা হয়। আসুন জেনে নেওয়া যাক, ২০২৪ সালের হোলির তারিখ। হোলিকা দহনের শুভ সময় এবং এর সঙ্গে জুড়ে থাকা নানা তথ্য। 


হোলি দিন ক্ষণ


২০২৪ সালে হোলি পড়েছে ২৫ মার্চ। সোমবার।  তার আগের দিন ২৪ মার্চ, রবিবার হোলিকা দহন। এদিন  সূর্যাস্তের পর হোলিকা পুজো  হয়। হোলিকা পুজোর শুভ সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি ২৪ মার্চ সকাল 0৯.৫৪ মিনিটে শুরু হবে এবং পরের দিন ২৫ মার্চ  ১২.২৯ মিনিটে শেষ হবে।



  • হোলিক দহন সময় - ১১.১৩ pm - ১২.০৭ am (২৪ মার্চ, ২০২৪ )

  • পুজোর সময় পাবেন ১ ঘন্টা ১৪ মিনিট  

    এই হোলিকা দহনকে ন্যাড়াপোড়া বলা হয় বাংলায়। স্কন্দপুরাণ অনুসারে, এই বিশেষ দিনেই ভগবান বিষ্ণু হোলিকা দহনের মাধ্যমে অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন। ফলে আজও দিনটিতে ভারতবর্ষের নানা স্থানে রাক্ষসী হোলিকা তথা অশুভ শক্তির রূপক হিসেবে পুরানো ডালপালা, আগাছা ইত্যাদি পুড়িয়ে ‘নাড়াপোড়া’ পালন করা হয়। নাড়া অর্থাৎ ধান কাটার পর ধানগাছের গোড়ায় যে অবশিষ্টাংশ পড়ে থাকে। চলতি কথায় ‘ন্যাড়াপোড়া’ হয়ে গিয়েছে। তবে অন্য একটি মতে, শিশু শ্রীকৃষ্ণের পূতনা বধ উপলক্ষ্যে পালন করা হয় ন্যাড়াপোড়া। আবার কেউ কেউ বলেন, কৃষ্ণ ন্যাড়া নামক অসুরকে বধ করেছিলেন। সেই উপলক্ষ্যে ন্যাড়াপোড়া।