কলকাতা: আগামীকাল অর্থাৎ ১৭ অগাস্ট মনসা পুজো (Manasha Puja)। বাংলার ঘরে ঘরে দেবী মনসা পূজিত হবেন। মা মনসার কৃপায় সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধির কামনায় মানুষ এই পুজো করেন। পূরাণ অনুযায়ী জানা যায়, দেবাদিদেব মহাদেবের মানস কন্যা হলেন মা মনসা। সর্পের দেবী হিসেবে যুগ যুগ ধরে মা মনসা পূজিত হচ্ছেন ভক্তদের কাছে। শ্রাবণ মাসের শেষ দিনে মা মনসার পুজো হয়। জেনে নেওয়া যাক এই পুজোর পদ্ধতি (Manasha Puja Vidhi)।


মনসা পুজোর পদ্ধতি


বেশিরভাগ ক্ষেত্রেই মা মনসা পূজিত হন বৃক্ষের ডালে। কোথাও সাপের ছবি আঁকা ঘট কিংবা ঝাঁপিতেও পুজো করা হয়। আবার কোথাও কোথাও মা মনসার মূর্তি পুজোও করা হয়। মা মনসার মন্দিরে এই দিনে ভক্তদের ঢল নামে। বিশুদ্ধ আচারে দেবীর পুজো করেন ভক্তেরা। বলা হয়, বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব বাড়ে। তাই এই সময় সাপের থেকে রক্ষা পাওয়ার জন্যও দেবী মনসাকে সন্তুষ্ট করা হয়। শ্রাবণ মাসে নাগ পঞ্চমীও পালিত হয় বিশালাকারে। সারাদিন উপবাস থেকে ব্রত করে ভক্তেরা দুধ দিয়ে দেবী মনসার পুজো করেন। 


পূরাণ মতে, মনসা পুজো বেশিরভাগ জায়গাতেই মনসাগাছে করে থাকেন ভক্তরা। মনসা পুজোর উপকরণ হিসেবে নৈবেদ্য সহকারে পুজো করা হয়। নাগেদের দেবী মা মনসার পুজো করলে মন থেকে সাপের ভয় দূর হয়। এছাড়াও মাসের করুণায় দুঃখ দুর্দশা দূর হয়। 


আরও পড়ুন - Spondylitis Symptoms: কোন কোন শারীরিক সমস্যা দেখে বুঝবেন স্পন্ডিলাইটিস দেখা দিয়েছে?


কথিত রয়েছে, বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব বেশি থাকায় বহু বছর আগে বহু মানুষ সাপের কামড়ে প্রাণ হারাতেন। সেই সময় থেকেই দেবী মনসাকে সন্তুষ্ট করতে গ্রাম বাংলায় মনসা পুজো জাঁকজমক সহকারে হতে থাকে। আগে এই দিনে অনেক জায়গায় পশু বলিও দেওয়া হত। কিন্তু আজ পশু বলির সংখ্যা অনেক কমে গিয়েছে। কোথাও পুরোহিত দ্বারা মনসা পুজো করা হয়। কোথাও আবার বাড়ির লোকেরাই দেবী মনসার পুজো করেন। বহু নারী এইদিন সন্তান লাভের কামনায় দেবীর আরাধনা করেন।


পূরাণ মতে জানা যায়, মনসা পুজোয় শুদ্ধ আচার মেনে চলা অবশ্যই দরকার। অন্যথায় দেবী ক্ষুব্ধ হতে পারেন।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। একইরকমভাবে এই সমস্ত তথ্য বিভিন্ন সূত্র থেকে গৃহীত। এছাড়াও বহু জায়গায় কথিত রয়েছে, এমন তথ্য দেওয়া হয়েছে। এই তথ্য যাচাই করা সম্ভব হয়নি।)