কলকাতা : হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় রক্ষা বন্ধন উৎসব। যদিও এবছর শ্রাবণ মাস মলমাস হওয়ায় বাংলা ক্যালেন্ডারে ভাদ্রমাসে চলে গিয়েছে রাখী পূর্ণিমা। ইংরেজি ক্যালেন্ডার অনুসারে এবার ১২ ভাদ্র ও ১৩ ভাদ্র জুড়ে পড়েছে পূর্ণিমা। অর্থাৎ রাখী বাঁধার জন্য এই দুটি দিনের মধ্যে একটিকে বেছে নেওয়া যাতে পারে। ইংলিশ ক্যালেন্ডার অনুসারে দিন পড়েছে ৩০ অগাস্ট। পূর্ণিমা চলবে ৩১ তারিখ পর্যন্ত। 

বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে রাখীবন্ধন একটি। সারা ভারতে রাখীবন্ধন ভাই-বোনের মধ্যে শাশ্বত বন্ধনকে উদযাপন করে। তবে বাঙালির কাছে রাখী সম্প্রীতি, সৌভ্রাতৃত্বের উৎসব। রাখী বন্ধন বা রক্ষা বন্ধনের অর্থ কাউকে সবসময় রক্ষা করার প্রতিশ্রুতি দেওয়া। যে প্রতিশ্রুতি রাখতে সারা জীবনসখা হিসেবে শ্রীকৃষ্ণ পাশে থেকেছেন কৃষ্ণা দ্রৌপদীর। 

আরও পড়ুন :


জন্মাষ্টমী এবার দুদিন ধরে, কবে করবেন উপোস?


ঘরে ঘরে বোনেরা ভাই ও দাদাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে রাখী বেঁধে দেন।  অন্যদিকে ভালোবাসার সুতোয় বাঁধা পড়ে  ভাইয়েরা বোনকে সারাজীবন রক্ষা করার শপথ নেয়। রক্ষাবন্ধন এমন একটি উত্সব, যা শুধুমাত্র একদিনের জন্য উদযাপিত হয়, তবে এই দিনে নেওয়া শপথের গুরুত্ব থেকে যায় আজীবন।  ভাই-বোনের অটুট ভালোবাসার প্রতীক এই বন্ধনের উৎসব। আসুন দেখে নেওয়া যাক এই বছর রাখী কখন বাঁধা যাবে । 


৩০ অগাস্টই চতুর্দশী ছেড়ে পূর্ণিমা পড়বে। সেদিনই রাখী বাঁধা যেতে পারে। অনেকেই রাখী পূর্ণিমায় সত্যনারায়ণ ব্রত পালন করে। পূর্ণিমার উপবাস ও নিশিপালনও করতে হবে এদিনই। পরদিন সকাল ৭ টা ৫৯ পর্যন্ত পূর্ণিমা থাকছে। ৩১ অগাস্ট শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রার সমাপন। রাখী বাঁধার জন্য ভাল সময় - 



  • ৩০ অগাস্ট রাখী বাঁধার মুহূর্ত - 0৯:00 থেকে 0১:00 পর্যন্ত

  • ৩১ অগাস্ট রাখী বাঁধার মুহূর্ত : সূর্যোদয় থেকে সকাল ৭.৫৯ পর্যন্ত 

    ভাদ্রে কেন রাখী বাঁধা হয় না, এবার কেন বাঁধা হচ্ছে - 
    কথিত আছে, ভাদ্র মাসে শূর্পনাখা তার ভাই রাবণকে রাখী বেঁধেছিলেন, এরপর রাবণের পুরো বংশই নাশ  হয়ে গিয়েছিল। তাই ভদ্র মাসে রাখী বাঁধা উচিত নয় বলে বিশ্বাস করা হয়। আরও বলা হয়, ভাদ্রে রাখী বাঁধলে ভাইয়ের আয়ু কম হয়। তবে এবার শ্রাবণ মলমাস থাকায় ভাদ্রতেই রাখী বন্ধন হবে।