কলকাতা : সূর্যদেবের বড় ছেলে শনি মহারাজ। তাই তাঁকে সূর্যপুত্র বলা হয়। অনুরাধা নক্ষত্রের অধিপতি। শনিদেব এমন একজন দেবতা যিনি প্রতিটি প্রাণী, মানুষ এমনকী দেবতাদেরও যথাযথ বিচার দেন। 


শনিদেবের ক্ষমতা কতটা ?


স্কন্দপুরাণের কাশী অংশে একটি গল্প আছে, যেখানে শনিদেব তাঁর পিতা সূর্যকে বলেছেন, "হে পিতা! আমি এমন একটি পদ পেতে চাই যা আজ পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি। আমার রাজ্য তোমার চেয়ে সাতগুণ বড় হবে। আমি যেন তোমার চেয়ে সাতগুণ বেশি শক্তি পাই, কেউ যেন আমার গতিকে ঠেকাতে না পারে, তিনি দেবতা হোক, রাক্ষস হোক বা সিদ্ধ সাধক হোক। আমার পৃথিবী তোমার পৃথিবীর চেয়ে সাতগুণ উঁচু হোক। এর পরে, আমি দ্বিতীয় বর চাই যে আমি যেন আমার আরাধ্য দেবতা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন লাভ করি এবং আমি ভক্তি, জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ হয়ে উঠি।"


শনির এই ধরনের কথা শুনে প্রসন্ন হয়ে সূর্যদেব বলেন, "পুত্র ! আমিও চাই যে তুমি আমার থেকে সাতগুণ বেশি শক্তিশালী হও, তোমার প্রভাব যেন আমারও সহ্য না হয়। কিন্তু, এর জন্য তোমাকে কাশীতে তপস্যা করতে হবে। সেখানে গিয়ে শিবের তপস্যা করো এবং শিবলিঙ্গ স্থাপন করো। এতে ভগবান শিব প্রসন্ন হয়ে অবশ্যই তোমাকে মনের মতো ফল দেবেন।"


সূর্যের কথামতো কাজ করেন শনিদেব। উনি শিবের কঠোর তপস্যা করেন এবং শিবলিঙ্গ স্থাপন করেন। এই শিবলিঙ্গই বর্তমানে কাশী বিশ্বনাথ নামে প্রসিদ্ধ। শিব শনিদেবের তপস্যায় প্রসন্ন হন এবং শিবের মনমতো ফল দেন। ধর্মীয় তত্ত্ব অনুসারে, শিবের কাছ থেকেই ন্যায়ের দেবতার পদ পান শনিদেব। শিবের কাছ থেকে এই আশীর্বাদ ও বরদান পেয়েই শক্তিশালী হয়ে গিয়েছেন শনিদেব।


শনিদেবকে কি ভয় পাওয়া দরকার ?


শনিদেবকে কর্মফলদাতা ও দণ্ডাধিকারী বলা হয়। যিনি কর্ম অনুসারে ফল দেন। শনিদেব ভাল কাজের জন্য ভাল ফল দেন। খারাপ কাজ করতে শাস্তি দিতে ভোলেন না। তাই যিনি ভুল কাজ করবেন, তাঁকে নিজের কাজের জন্য ভুগতে হবেই। এই কারণেই সকলে শনিদেবকে ভয় পান। কিন্তু, যাঁরা ভুল কাজ করেন না, তাঁদের শনিদেবকে ভয় পাওয়ার দরকার নেই।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে