নয়াদিল্লি : শনিদেবকে খুবই নিয়মানুবর্তিতা বলে মনে করা হয়। জ্ঞাতসারে বা অজান্তে কোনও ব্যক্তি এমন কিছু ভুল করে থাকেন যা শনিকে অসন্তুষ্ট করে। শনি যদি অশুভ হয় তবে তা একজন মানুষকে সর্বক্ষেত্রে শেষ করে দেয়। পদমর্যাদা কেড়ে নেয়।


শনির কৃপালাভ করতে হলে শাস্ত্রে বর্ণিত নিয়মের পালন করতে হবে। রোজের জীবনে এমন কোন কোন কাজ রয়েছে যা শনিকে ক্ষুব্ধ করে তোলে ?


এই কাজগুলি পছন্দ নয় শনির ?


শনি সেইসব মানুষকে ক্ষমা করেন না যাঁরা নিজের মঙ্গলের জন্য অন্যকে বিপদে ফেলেন। তাঁকে মানসিক, শারীরিক ও আর্থিক কষ্ট দেন।


যারা দুর্বলদের, শ্রমজীবীদের হয়রান করে তাদের শনির কোপে পড়তে হয়। শনি এমন লোকদের পিছু ছাড়েন না।


যারা অশ্বত্থ, বটগাছ, বেলপত্র গাছ এবং পশুপাখির ক্ষতি করে তাদের প্রতিও শনি ক্রুদ্ধ হন। অশুভ ফল দেন। অর্থ, চাকরি ও ব্যবসায় ক্ষতি হয়।


অন্যের অর্থ যারা হাতিয়ে নেয় তাদের শাস্তি দিতে ভোলেন না শনিদেব।


শনিবার যারা আমিষ খাবার খায় বা মদ্যপান করে তাদের উপর শনির আশীর্বাদ বর্ষিত হয় না। যারা আধ্যাত্মিকতা অনুসরণ করে তাদের প্রতি শনি সন্তুষ্ট হন।


শনি সেই সমস্ত লোকদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয় যারা সর্বদা অন্যদের খারাপ কথা বলে এবং অন্যের ক্ষতি করার পরিকল্পনা করে।


শনিদেবের পুজো করার সময় এই বিষয়গুলি মাথায় রাখুন-


পশ্চিম দিকে মুখ করে শনিদেবের পুজো করতে হবে।


শনিদেবের পুজো করার সময় কখনো ভুল করেও তামার পাত্র ব্যবহার করবেন না।


লোহার বাসন ব্যবহার করে পুজো করলে দ্রুত প্রসন্ন হন শনিদেব।


শনির মূর্তির সামনে দাঁড়িয়ে কখনো পুজো করা উচিত নয়।


অগাস্ট মাসে শনিদেব কিছু রাশির জন্য সুখবর নিয়ে আসছেন। শুভ যোগ তৈরি করে এই রাশির জাতকদের জন্য উন্নতির পথ খুলে দিতে চলেছেন শনি মহারাজ। এই রাশিগুলি হল- মেষ রাশি, বৃষ রাশি ও কন্যা রাশি।


ডিসক্লেমার : ধর্মীয় বিশ্বাস নিজস্ব। এ ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ ধর্ম সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।