কলকাতা: হিন্দু ধর্মে সব দেব-দেবীর পুজোর কিছু বিশেষ নিয়ম রয়েছে। পদ্ধতি ও নিয়মানুযায়ী পুজো করলেই দেব-দেবী প্রসন্ন হন এবং পুজোর শুভ ফল পাওয়া যায়। 'ভোগ' পুজো সম্পর্কিত অনেক নিয়মের একটি। পুজোর সময় ভগবানকে প্রিয় জিনিস নিবেদন করতে হবে।                             


পূজায় অন্ন প্রদান একটি অপরিহার্য প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। এছাড়াও, খাবার দেওয়ার সময় নিয়ম মেনে চলতে হবে। শনিদেবের কথা বলতে গিয়ে শনিদেবকে খুশি করার জন্য অনেক উপায়ের কথা বলা হয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে শনিবারে শনি ভগবানের পূজা করে তার প্রিয় জিনিস নিবেদন করলে শনিদেব প্রসন্ন হন এবং শনির অশুভ প্রভাবও কমে যায়। আসুন জেনে নিই শনিদেবের পুজোয় কী কী জিনিস নিবেদন করা উচিত।


শনিদেবকে কিছু বিশেষ জিনিস নিবেদন করা হয়। শনিদেবের পূজা করার সময় আপনি গুড়, কালো উরদ ডালের খিচুড়ি, কালো তিল থেকে তৈরি জিনিস, মিষ্টি পুরি, গুলাব জামুন ইত্যাদি নিবেদন করতে পারেন। তবে মনে রাখবেন নৈবেদ্য যেন বিশুদ্ধ ও পুণ্যময় হয়। এই জিনিসগুলি নিবেদন করলে শনিদেব প্রসন্ন হন। এছাড়া শনি দোষ, সাদাসতী, ধৈয়া বা মহাদশার প্রভাবও রাশিফল ​​থেকে কমে যায়।


শনিদেবকে পুজো নিবেদন করার সময় এই নিয়ম মাথায় রাখুন- 


শনিদেবকে খাবার দেওয়ার সময় মনে রাখবেন খাবার যেন সাত্ত্বিকভাবে তৈরি হয়। অর্থাৎ নৈবেদ্যতে রসুন ও পেঁয়াজের মতো জিনিস ব্যবহার করবেন না।


পিতল বা তামার পাত্রে কখনই শনিদেবকে অন্ন অর্পণ করবেন না। শনিদেবকে নিবেদনের জন্য লোহার পাত্র সর্বোত্তম বলে মনে করা হয়।


শনিদেবের পুজো করার সময় কালো বা নীল রঙের পোশাক পরুন এবং পুজোর সময় শনিদেবের চোখের দিকে তাকাবেন না। 


শনিদেবকে অন্ন নিবেদনের পর কালো তুলসীর জপমালা দিয়ে ওম শন শনাইশ্চরায় নমঃ মন্ত্রটি ১০৮ বার জপ করুন । এরপর তিল বা সরিষার তেলের প্রদীপ জ্বালিয়ে শনিদেবের আরতি করুন।


 


আরও পড়ুন, ১৮ বছর পর বুধ-রাহু যোগ, মুহূর্তে বদলে যাবে ৫টি রাশির ভাগ্য



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে