কলকাতা: সূর্যের (Sun Mission) দিকে পাড়ি দেওয়ার পর চতুর্থ বার সৌরযানের কক্ষপথ পরিবর্তন করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ISRO সূত্রে জানানো হয়েছে, চতুর্থবার আদিত্য এল ওয়ানের (Aditya L1) কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ ফের সূর্যযানের কক্ষপথ বদল করা হবে।                                                                                                               



উৎক্ষেপণের পর পৃথিবীর চারপাশে পাক খেতে খেতে দূরত্ব বৃদ্ধি করছিল আদিত্য এল ওয়ান। তবে এবার পৃথিবীর কক্ষপথ চিরকালের মতো ছেড়ে সূর্যের পথে পাড়ি দিতে চলেছে আদিত্য এল ওয়ান।  


গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা PSLV-C57 রকেটে চেপে সূর্যের দিকে পাড়ি দেয় ইসরোর সূর্যযান। উৎক্ষেপণের এক ঘণ্টা ৫ মিনিট পর সফলভাবে পৃথিবীর কক্ষপথে স্থাপিত হয় মহাকাশযানটি।


আরও পড়ুন, সূর্যের চারপাশে অরোরা বলয়, নাসার ক্যামেরায় ধরা পড়ল সেই বিরল দৃশ্য


ISRO সূত্রে খবর, সূর্যের দিকে পাড়ি দেওয়ার জন্য ১৬ দিনে, পাঁচ ধাপে গতিবেগ বাড়াবে আদিত্য। শুক্রবার মহাকাশযানের চতুর্থ কক্ষপথ পরিবর্তন সফল হয়েছে। বাকি আর একটি ধাপ। সেই ধাপই এবার সফলভাবে শেষ করল আদিত্য। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে যে মহাকাশযানটি সোমবার এবং মঙ্গলবার মধ্যবর্তী রাতে ট্রান্স-ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টের মধ্য দিয়ে যাবে।  


মরিশাস, ব্যাঙ্গালোর, সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণা কেন্দ্র এবং পোর্ট ব্লেয়ারের ইসরোর গ্রাউন্ড স্টেশন থেকে সৌরযানের উপর নজর রাখা হচ্ছে। এরপর ১৯ সেপ্টেম্বর, রাত ২টো নাগাদ ফের সূর্যযানের কক্ষপথ বদল করা হবে। তারপরই সে চলে যাবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাইরে। পরের ১১০ দিন ধরে পাড়ি দেবে সূর্যের দিকে।