নয়াদিল্লি: অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আর তাড়াহুড়ো করেনি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা (NASA)। যান্ত্রিক ত্রুটির কথা মাথায় রেখে Boeing Starliner মহাকাশযানে চাপিয়ে পৃথিবীতে ফেরানো হয়নি ভারতীয় বংশোদ্ভূত নভোশ্চর সুনীতা উইলিয়ামস এবং তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোরকে। কিন্তু পৃথিবীতে ত্রুটিপূর্ণ মহাকাশযানটিকে ফিরিয়ে আনল তারা। শনিবার সকালেই পৃথিবীতে নেমে এসেছে Boieng Starliner মহাকাশযানটি। (Boeing Starliner)
ভারতীয় সময় অনুযায়ী, শনিবার সকাল ৯টা বেজে ৩১ মিনিটে নিউ মেক্সিকোর হোয়াইট স্যান্ডস স্পেস হারবারে অবতরণ করে Boeing Starliner স্পেস ক্যাপলুলটি। গতকালই আন্তর্জাতিক স্পেস সেন্টার থেকে নোঙরমুক্ত করা হয় সেটিকে। মহাকাশ থেকে পৃথিবীর অভিমুখে রওনা দেওয়ার ছয় ঘণ্টার মধ্যেই মাটি ছুঁল Boeing Starliner মহাকাশযানটি। (Sunita Williams)
সুনীতা এবং ব্যারিকে ছাড়াই মহাকাশ থেকে ফিরল Boeing Starliner. পৃথিবীতে অবতরণ করল সেটি, কোনও রকম অনভিপ্রেত ঘটনা ছাড়াই। জানা গিয়েছে, ঘণ্টায় প্রায় ২৭ হাজার ৪০০ কিলোমিটার গতিতে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রবেশ করে Boeing Starliner ক্যাপসুলটি। পৃথিবীর মাটি ছোঁয়ার আগে পর পর একাধিক প্যারাশ্যুট খুলে দেওয়া হয়। সেউ মতোই পালকের মতো মাটি ছোঁয়। (Barry Wilmore)
গত ৫ জুন আট দিনের অভিযানে মহাকাশের উদ্দেশে রওনা দেন সুনীতা এবং ব্যারি। ৬ জুন আন্তর্জাতিক স্পেস স্টেশনে বোয়িং স্টারলাইনার মহাকাশযানটিকে নোঙর করেন তাঁরা। গোড়া থেকেই মহাকাশযানটিতে সমস্যা দেখা দিচ্ছিল। মহাকাশে গিয়ে মহাকাশযানটি থেকে হিলিয়াম চুঁইয়ে পড়তে থাকে। থ্রাস্টারও চালু করা যাচ্ছিল না। ফলে অভিযানের সময়সীমা শেষ হলেও পৃথিবীতে ফেরা হয়নি সুনীতা এবং ব্যারির। মহাকাশে কার্যত আটকে পড়েন তাঁরা। আন্তর্জাতিক স্পেস স্টেশনে আশ্রয় নিতে হয়।
সেই থেকে মহাকাশেই আটকে রয়েছেন সুনীতা এবং ব্যারি। ঝুঁকিপূর্ণ মহাকাশযানটিতে চাপিয়ে তাঁদের পৃথিবীতে ফেরাতে রাজি হননি বিজ্ঞানীরা। বরং ইলন মাস্কের SpaceX সংস্থার রকেট তাঁদের মহাকাশ থেকে ফেরাবে বলে ঠিক হয়। NASA জানিয়েছে, আগামী বছর ফেব্রুয়ারি নাগাদ ফেরানো গবে সুনীতা এবং ব্যারিকে। আপাতত মহাকাশে গবেষণামূলক কাজে ন্যস্ত থাকবেন তাঁরা। NASA-র এই সিদ্ধান্তে অসন্তুষ্ট হয় Boeing সংস্থাও। কিন্তু ভারতীয় নভোশ্চর কল্পনা চাওলা এবং তাঁর সহযাত্রীদের পরিণতির কথা মাথায় রেখে অবস্থান পাল্টায়নি NASA. আগামী বছর ফেব্রুয়ারিতে সুনীতা এবং ব্যারিকে পৃথিবীতে ফেরানোর ঘোষণা হলেও, নির্দিষ্ট ভাবে দিন-ক্ষণ জানানো হয়নি এখনও পর্যন্ত।