নয়াদিল্লি: আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সন্তর্পণে এগনোর সিদ্ধান্ত। তাতে এখনও পর্যন্ত সব ঠিকঠাকই রয়েছে। এই মুহূর্তে চন্দ্রপৃষ্ঠ থেকে ২৫x১৩৪ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে ভারতের চন্দ্রযান-৩। দ্বিতীয় এবং শেষ বারের জন্য গতিয়ে কমিয়ে আনাও মিটে গিয়েছে। সব কিছু পরিকল্পনা মতো এগোলে ভারতীয় সময় অনুযায়ী, বুধবার সন্ধেয় পালকের মতো চন্দ্রপৃষ্ঠ ছোঁবে ভারতের চন্দ্রযান-৩। (Chandrayaan 3 Landing)


রবিবার এ নিয়ে বিবৃতি জারি করে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO. তাতে বলা হয়েছে, অবতরণের আগের পর্যায়ে চাঁদের একেবারে কাছাকাছি পৌঁছে গিয়েছে চন্দ্রযান-৩। ভারতীয় সময় অনুযায়ী, ২৩ অগাস্ট বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে চন্দ্রপৃষ্ঠে নামার প্রক্রিয়া শুরু হবে। সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে পালকের মতো চাঁদের মাটিতে অবতরণ করবে চন্দ্রযান-৩ মহাকাশযানের ল্য়ান্ডার 'বিক্রম'।



তবে চাঁদের মাটিতে নামার আগেও বেশ কয়েকটি প্রক্রিয়া মধ্যে দিয়ে যেতে হবে ল্যান্ডার 'বিক্রম'কে। মাঝের সোম এবং মঙ্গলবার দফায় দফায় স্বাস্থ্যপরীক্ষা করা হবে ল্যান্ডার 'বিক্রমে'র। চাঁদের দক্ষিণ মেরুর যে জায়গায় অবতরণ করার কথা, সেখানে সূর্যের আলো পড়া পর্যন্ত অপেক্ষা করা হবে। সবদিক বিবেচনা করে তার পরই চাঁদের বুকে পদার্পণ করবে ল্যান্ডার 'বিক্রম'।


চন্দ্রপৃষ্ঠে অবতরণ চন্দ্রযান-৩ মহাকাশযানের, সরাসরি সম্প্রচার একাধিক মাধ্যমে


ISRO জানিয়েছে, গোটা  বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)


আরও পড়ুন: Luna-25 Crash: সত্যি হল আশঙ্কা, মাটি ছোঁয়ার আগের মুহুর্তে বিপত্তি, চন্দ্রপৃষ্ঠে আছড়ে পড়ল রুশ মহাকাশযান


চন্দ্রযান-৩ সফল ভাবেই চাঁদের মাটি স্পর্শ করতে পারবে বলে আত্মবিশ্বাসী ISRO-র প্রধান কে শিবন। রবিবার সংবাদমাধ্যমে তিনি জানান, চাঁদের মাটিতে প্রাণের খোঁজ করতে বা প্রাণধারণের উপযুক্ত পরিবেশ নির্ধারণ করতে এই অভিযান নয়। বরং চাঁদের মেরু অঞ্চল নিয়ে গবেষণা এবং সেই সংক্রান্ত বিশদ তথ্য সংগ্রহই লক্ষ্য় ভারতীয় বিজ্ঞানীদের।


পালকের মতো মাটি ছোঁয়া নিয়ে আত্মবিশ্বাসী ISRO


চাঁদের বুকে এটি ভারতের তৃতীয় অভিযান। চাঁদের গঠন, ভূতত্ত্ব এবং চন্দ্রগর্ভে নিহিত সম্পদ নিয়ে অনুসন্ধান চালানোই লক্ষ্য ভারতের। চন্দ্রযান-১ এবং চন্দ্রযান-২ মহাকাশযানের ক্ষেত্রেও অবস্থানই ছিল। কিন্তু চন্দ্রযান-২ চাঁদের বুকে সফল অবতরণ করতে পারেনি। পালকের মতো মাটি ছোঁয়ার পরিবর্তে আছড়ে পড়ে চাঁদের বুকে। সেই থেকে শিক্ষা নিয়েই এবার যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হচ্ছে।


গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করে ভারতের চন্দ্রযান-৩। ৫ অগাস্ট চাঁদের কক্ষপথে প্রবেশ করে। ২৩ অগাস্ট সফল ভাবে চাঁদের মাটি যদি স্পর্শ করতে পারে ল্য়ান্ডার 'বিক্রম', তার পর অনুসন্ধানের কাজ শুরু করবে সে। আর চাঁদকে প্রদক্ষিণ করতে থাকবে প্রপালসন মডেলটি।