নয়াদিল্লি: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চাঁদের মাটি ছুঁতে চলেছে ভারতের চন্দ্রযান-৩। ঐতিহাসিক সেই মুহূর্তের সাক্ষী হতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন ১৪০ কোটি ভারতীয়। দেশে বসে সরাসরি ঐতিহাসিক ওই মুহূর্তের সাক্ষী হতে পারবেন ভারতীয়রা। বিদেশ থেকেও দেখা যাবে সরাসরি সম্প্রচার। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ISRO সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারিত হবে DD ন্যাশনাল চ্যানেলেও। (Chandrayaan 3 Landing) 


ISRO জানিয়েছে, গোটা  বিশ্বের মানুষ চন্দ্রপৃষ্ঠে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে পারবেন সরাসরি। ভারতীয় সময় অনুযায়ী, বুধবার বিকেল ৫টা বেজে ২৭ মিনিটে ISRO-র ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার শুরু হবে। ISRO-র ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও সরাসরি সম্প্রচারিত হবে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ। এর পাশাপাশি DD National টিভি চ্যানেলেও দেখানো হবে সরাসরি। (Chandrayaan 3 Landing Broadcast)


আরও পড়ুন: Chandrayaan 3 Landing LIVE: মহাকাশ গবেষণায় আজ ইতিহাস গড়ার পথে ভারত, চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-৩, দেখানো হবে সরাসরি



 সরাসরি চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণ দেখতে নজর রাখুন এই লিঙ্কগুলিতে-


ISRO-র ওয়েবসাইট-  https://www.isro.gov.in/LIVE_telecast_of_Soft_landing.html


ISRO-র ইউটিউব চ্যানেল- YouTube-https://www.youtube.com/watch?v=DLA_64yz8Ss


DD National-এর ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/watch?v=fVq6-bn603M


ISRO-র তরফে বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েে। সংস্থার চেয়ারম্যান এস সোমনাথ চন্দ্রযান-৩ অভিযানের গুরুত্ব তুলে ধরবেন দেশবাসীর সামনে। ভবিষ্যতে আর কী কী অভিযানের পরিকল্পনা রয়েছে তাঁদের, সেই সংক্রান্ত তথ্যও তুলে ধরবেন। এর পাশাপাশি, ডঃ এপিজে আব্দুল কালাম সেন্টারের সিইও এবং প্রতিষ্ঠাতা সৃজন পাল সিংহ, আন্তর্জাতিক স্পেস স্টেশনের প্রাক্তন কমান্ডার ক্রিস হ্যাডফিল্ডজ, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র ক্রিয়েটিভ ডিরেক্টর অ্যান ডুরিয়ান, যিনি এমি-ও জয় করেন, চিনিও চন্দ্রাভিযান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন সকলের সামনে। (Chandrayaan 3 Moon Landing)


গ্রাফিক্সের সাহায্যে রকেট সায়েন্স বিশদে বোঝানোও হবে সকলকে। এর পাশাপাশি, বিক্রম সারাভাইকে নিয়ে তৈরি স্বল্পদৈর্ঘ্যের ছবি দেখানো হবে। এপিজে আব্দুল কালামের অবদানও তুলে ধরা হবে সকলের সামনে। 


ল্যান্ডার 'বিক্রম' এবং রোভার 'প্রজ্ঞান' চাঁদের বুকে এক চন্দ্রদিবস অতিবাহিত করবে, পৃথিবীর হিসেবে যা ১৪ দিন। সব ঠিক থাকলে, চন্দ্রপৃষ্ঠে পালকের মতো অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম উঠবে ভারতের।