নয়াদিল্লি : আর মাত্র কয়েক ঘণ্টা। ইতিহাস রচনার অপেক্ষায় ভারত। ২৩ অগাস্ট, সন্ধে ৬ টা ৪ মিনিটে চাঁদের বুকে নামার কথা চন্দ্রযান ৩-এর। চাঁদের মাটির উপর থেকে কয়েকটি ধাপে গতি কমিয়ে নামবে ল্যান্ডার। যাতে পালকের মতো ভাবে চাঁদের দেশে প্রবেশ করতে পারে। গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দেয় চন্দ্রযান-৩। সেই থেকে অপেক্ষার প্রহর গুণছে দেশ। সারা বিশ্ব আজ তাকিয়ে চন্দ্রযানের সাফল্যের দিকে। তাই যে-যার বিশ্বাস অনুসারে চালাচ্ছে পুজো-আচ্চা।
সারা বিশ্বজুড়েই চলছে পুজো অর্চনা। এবার যাতে আর কোনও বিপত্তি না হয়, তার জন্য যাত্রা শুরুর আগেই ইসরোর বিজ্ঞানীরা পুজো দিয়েছিলেন তিরুপতি মন্দিরে। অবতরণের দিন পুজো হল দক্ষিণভারতের রামেশ্বর মন্দিরে। রামেশ্বরম অগ্নি তীর্থে আয়োজন হয় বিশেষ যজ্ঞের। মঙ্গলবারই বিশেষ পুজো আয়োজন করা হয় শিবক্ষেত্র বারাণসীতে। এছাড়ও উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে বিশের ভস্মারতি অনুষ্ঠিত হয়। শ্রী গণেশ মন্দির বিশেষ পুজো দিয়েছেন এনসিপি কর্মী-সমর্থকরা। চন্দ্রযান-৩ এর সফল অবতরণের জন্য বিশেষ প্রার্থনা করতে ছতরপুরের বাগেশ্বর ধামে সমবেত হয়েছেন বিপুল সংখ্যক ভক্ত।
একদিকে যেমন মন্দিরে-মন্দিরে চলে অর্চনা, তেমনই রাজস্থানের আজমেঢ় শরিফে (Ajmer Sharif Dargah in Rajasthan ) হয়েছে প্রার্থনা । বিজেপি নেতা মহসিন রাজা মঙ্গলবার লখনউয়ের হজরত শাহ মীনা শাহ দরগায় চন্দ্রযান ৩-এর সাফল্য কামনায় প্রার্থনা জানান।
শুধু দেশেই নয়, বিদেশেও চলছে পুজো অর্চনা। মার্কিন মুলুকে নিউ জার্সিতে শ্রী সাই বালাজী মন্দিরে হয়েছে বিশেষ পুজো। বিশেষ হোম হয়েছে ভার্জিনিয়ার মন্দিরেও।