বেঙ্গালুরু: ফের একবার চাঁদের মাটিতে অবতরণ করল বিক্রম ! চমকে উঠলেন ? ভাবছেন, বিক্রম ( Vikram Lander ) সেই ২৩ অগাস্টই চাঁদের বুকে পা রেখেছে। তারপর কত কাজও সেরে ফেলেছে। একের পর এক ছবি পাঠিয়ে চমকে দিয়েছে দেশকে। তাহলে এখন আবার ল্যান্ডিংয়ের প্রশ্ন এল কোত্থেকে। 

এবার বিক্রম তাঁর মিশনের লক্ষ্যকেও ছাপিয়ে গিয়েছে, জানাল ইসরো। এবার মহাকাশ গবেষণা সংস্থা ল্যান্ডারের সঙ্গে একটি hop experiment করল। অর্থাৎ এতদিন সবাই ভেবেছেন চাঁদের বুকে কাজকর্ম সেরে চাঁদের মাটিতেই চিরস্থায়ী বাসা বাঁধতে হবে ল্যান্ডারকে। পেছনে ফেরার রাস্তা আর নেই। বাড়ি ফেরার কথা আর ভাবতে পারবে না ল্যান্ডার। কিন্তু এবার বোধ হয় খুব হালকা হলেও, একটা আশার আলো দেখা গেল। বিক্রমের ইঞ্জিনকে সচল করে তাকে চন্দ্রপৃষ্ঠ থেকে ৩০ থেকে ৪০ সেমি তুলে নেওয়া হল। তারপর আবার তাকে অবতরণ করানো হয়েছে আগের পজিশন থেকে ৪০ সেমি দূরে। সেই ভিডিও-ই প্রকাশ করেছে ইসরো। 

সবথেকে ভাল খবর হল, পুরো কাজটাই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আর সব কাজকর্মের পর বিক্রম এখন একদম ফিট অ্যান্ড ফাইন। চাঁদের বুক থেকে একটু ওপরে তোলার সময় ChaSTE, ILSA - এই দুই ব়্যাম্পকে গুটিয়ে নেওয়া হয়। এক্সপেরিমেন্ট হয়ে যাওয়ার পর আবারও এগুলিকে সচল করা হয়েছে। 


এতে কী লাভ হল? মনে করা হচ্ছে, এটি চন্দ্রযানের ল্যান্ডারকে চাঁদের মাটি থেকে ফেরানোর কথা ভাবনার  পথে ছোট্ট একটা স্টেপ। যা সুদূর ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর ভাবনার পথেও এক-পা এগোনো গেল বলে ভাবা হচ্ছে।  


 






গত ২৩ অগাস্ট সফলভাবে চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান-৩। ইসরো জানিয়েছিল এক চন্দ্রদিন কাজের অ্যাসাইনমেন্ট নিয়ে চাঁদে গিয়েছে বিক্রম ও প্রজ্ঞান। ফলে নিয়ম মেনেই 'দিন ফুরিয়ে' আসছে তাদের। প্রথমে ইসরোর তরফে জানান হয়েছিল, ল্যান্ডার ও রোভারকে ঘুম পাড়ানোর প্রক্রিয়া দু'এক দিনের মধ্যেই শুরু করা হবে। তবে শনিবার রাতেই তাঁদের এক্স-হ্যান্ডেলে জানিয়ে দেওয়া হয় যে সেই কাজ সম্পন্ন হয়েছে।