নয়াদিল্লি: ভারতের মহাকাশ গবেষণার (ISRO) মুকুটে নতুন পালক। মহাকাশে ৩৬টি উপগ্রহ নিয়ে পাড়ি দিল বৃহত্তম এলভিএমথ্রি রকেট (LVM 3 )। সকাল ৯টায় শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পাড়ি দিল রকেট। এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখরও ইসরোর-এই সাফল্যে, অভিনন্দন জানিয়েছেন।






মহাকাশে পাড়ি ইসরো-র সবথেকে ভারী রকেটের


গতবছর, অক্টোবার ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরো-র সবথেকে ভারী রকেট। ইসরো-র মুকুটে এসেছিল সাফল্যের পালক। গতবছর অক্টোবারের তৃতীয় সপ্তাহে রাত ১২টা বেজে ৭ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে ব্রিটেনের ৩৬টি উপগ্রহ নিয়ে মহাকাশে পাড়ি দিয়েছিল ইসরো-র সবথেকে ভারী রকেট।






উপগ্রহের উৎক্ষেপণ সফল


ইসরো-র তরফে জানানো হয়, LVM3-M2/OneWeb India-1-এর উপগ্রহের উৎক্ষেপণ সফল হয়েছিল। লো আর্থ অরবিটে প্রতিস্থাপনের কাজও সম্পূর্ণ।৫ হাজার ৭৯৬ কেজির পে-লোডের সফল উড়ানের মাধ্যমে মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস তৈরি করেছিল সেবার ভারত। সারা বিশ্বকে তাক লাগিয়ে ভারতীয় মহাকাশ গবেষণাগার ইসরো আবারও নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে সফল হয়।মহাকাশ গবেষণার ক্ষেত্রে ইসরো মূলত পশ্চিমী দেশগুলির উপর ভরসা কমিয়ে আত্মনির্ভর ভারতকেই প্রতিষ্ঠা করতে চেয়েছিল।


আরও পড়ুন, ভারতে আরও বাড়বে ভূমিকম্প? কোন কোন অঞ্চলে লাল সতর্কতা রয়েছে?


আত্মনির্ভর ভারত


ইসরো একাধিকবার মহাকাশ অভিযানে পাড়ি এবং স্যাটেলাইট লঞ্চ করে থাকলেও এ যাবৎ সেই সকল স্যাটেলাইট ছিল হালকা। ভারী স্যাটেলাইট লঞ্চ করার ক্ষেত্রে ইসরোকে ভরসা করতে হতো পশ্চিমী দেশগুলির উপর। এবার আত্মনির্ভর ভারতের ভাবনা নিয়ে নিজেরাই ভারী বাণিজ্যিক রকেট উৎক্ষেপণ করল ইসরো। সবচেয়ে ভারী বাণিজ্যিক রকেট GSLV Mk3 উৎক্ষেপণ করে ইতিহাসও গড়েছিল ভারতের এই মহাকাশ সংস্থা। তবে নতুন বছরে পা দিয়ে ফের মহাকাশে ৩৬টি উপগ্রহ নিয়ে পাড়ি দিল বৃহত্তম এলভিএমথ্রি রকেট (LVM 3 )।