সান্তিয়াগো: কোটি কোটি বছর আগে এই পৃথিবীর (world) বুকেই দাপিয়ে বেড়াত ওরা। সেই ডাইনোসরদের (dinosaur) অন্তত খানচারেক প্রজাতির (species) জীবাশ্মের (fossil) সন্ধান মিলল চিলি (chile) থেকে। এর মধ্যে একটি Megaraptor প্রজাতির, দাবি গবেষকদের। 


কী জানা গেল?
দক্ষিণ চিলির 'লা চিনা' উপত্যকার কাছে 'সেরো গুইদো' এলাকায় জীবাশ্মগুলি পাওয়া গিয়েছিল। ২০২১ সালে সেগুলিকে পরীক্ষাগারে নিয়ে আসা হয়। গবেষকদের দাবি, ওই চত্বর থেকে যে ডাইনোসরদের খোঁজ পাওয়া গিয়েছে তা আগে কখনও দেখা যায়নি। 'চিলিয়ান আন্টার্কটিক ইনস্টিটিউট' (Inach)-র প্রধান মার্সেলো লেপ বিষয়টি নিয়ে যারপরনাই উচ্ছ্বসিত। বললেন, 'লা চিনা উপত্যকায় আগে খোঁজ পাওয়া যায়নি এমন প্রজাতির যে এখন হদিস পাওয়া যাচ্ছে, বৈজ্ঞানিক দিক থেকে তা সব সময়ই দুর্দান্ত বিষয়। এখানে আমরা প্রায়ই নিত্যনতুন জীবাশ্ম পাচ্ছি।' গত এক দশক ধরে এই এলাকা গবেষকদের দুর্দান্ত রসদ জুগিয়ে যাচ্ছে। তবে যে অভিযান ও পরবর্তী আবিষ্কার নিয়ে সাম্প্রতিক হইচই, সেটি চিলি বিশ্ববিদ্যালয় ও টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ ভাবে চালিয়েছিল Inach। সেখান থেকেই চার প্রজাতির ডাইনসোরকে চিহ্নিত করেছেন গবেষকরা।


কী ভাবে?
মূলত দাঁত ও পোস্টক্রেনিয়াল হাড়ের গঠন দেখে ওই ডাইনসোরের প্রজাতিগুলি নিয়ে এই সিদ্ধান্তে এসেছেন তাঁরা। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে Megaraptor-র ধ্বংসাবশেষ। থেরোপড গোত্রের এই মাংসাশী ডাইনোসরের ছোট ছোট দাঁত ছিল। উপরের দিকের চোয়ালের গঠন বেশ বড়। সঙ্গে দৈত্যাকার নখ। ৬ কোটি ৬ লক্ষ বছর থেকে ৭ কোটি ৫ লক্ষ বছর আগে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াত  Megaraptor, দাবি বিজ্ঞানীদের। হিসেবমতো তখন ক্রেটাসিয়াস যুগ। চিলি বিশ্ববিদ্যালয়ের এক গবেষক, জ্যারেজ আমুদেও বললেন, 'ওরা যে এই প্রজাতিরই তা দাঁতের গঠন দেখে আরও ভালো করে বোঝা গিয়েছে। ভিতরের দিকে ওদের দাঁতগুলি আরও বাঁকানো।' সব মিলিয়ে খাদ্যশৃঙ্খলে রীতিমতো উপরের দিকে ছিল এই Megaraptor-রা। এছাড়াও Unenlagiinae-র দুটি প্রজাতির হদিস পাওয়া গিয়েছে বলে খবর। আকৃতিগত দিক থেকে এরা velociraptor-র কাছাকাছি। পাশাপাশি, দুটি পাখিরও জীবাশ্ম পাওয়া গিয়েছে একই এলাকা থেকে। গবেষণায় যা উঠে এসেছিল তার সবটা গত ডিসেম্বরে জার্নাল অফ সাউথ আমেরিকান আর্থ সায়েন্সেস-এ  প্রকাশিত হয়েছে। তবে চিলির যে অঞ্চল থেকে জীবাশ্মগুলির হদিস পাওয়া যায়, তাতেই গবেষকমহলে বিস্ময়ের শেষ নেই।


আরও পড়ুন:শীতের ঝোড়ো ইনিংস কি কাল থেকেই গায়েব শহরে, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?