নয়া দিল্লি: রাতের আকাশে ঘটতে পারে এই চমক। বিরল ঘটনার সাক্ষী থাকতে পারে গোটা বিশ্ব। আমাদের ছায়াপথেই জন্ম নিতে পারে নক্ষত্র। সেই তারাই ফুটে উঠতে পারে রাতের আকাশে। এই তারার নাম T Coronae Borealis (সংক্ষেপে যার নাম- T Cor Bor)।
জানা গিয়েছে, পৃথিবী থেকে প্রায় ৩ হাজার আলোকবর্ষ দূরে রয়েছে এই তারা। জন্মের পর ৮০ বছর পর এটি রাতের আকাশে ফুটে উঠতে চলেছে। তবে দীর্ঘ সময়ের জন্য এই দৃশ্য দেখার সুযোগ নাও পেতে পারেন। জানা যাচ্ছে, এটি আকাশে ফুটে ওঠার পর খুব অল্প সময়ের মধ্যেই অন্ধকারে মিলিয়ে যাবে।
মহাবিশ্বে প্রায় প্রতিদিনই নতুন নতুন তারা জন্ম নেয়। ছায়াপথে ছড়িয়ে-ছিটিয়ে থাকা গ্যাস ও বস্তুকণা থেকে তারার জন্ম হয়। ঘূর্ণায়মান বিশাল আয়তনের ধূলি-মেঘ নিজের মাধ্যাকর্ষণ শক্তির টানে সংকুচিত হতে থাকে। এ সময় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধূলিকণাগুলো ঘনীভূত হয়। এ সময় মাধ্যাকর্ষণশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়ে গ্যাসপিণ্ডকে উত্তপ্ত করে তোলে। একে বলা হয় প্রোটোস্টার বা অণুতারা। এই উত্তপ্ত অণুতারা থেকেই তারার জন্ম।
এই বিক্রিয়ায় প্রচুর শক্তি বেরোয়। এর ফলে মেঘপিণ্ড আবার প্রসারিত হতে থাকে। একসময় একটি ভারসাম্য প্রতিষ্ঠিত হয়। এটিই তারা।
আরও পড়ুন, প্রহর গুনছেন পৃথিবীবাসী, ঘরে ফিরবেন কবে? মহাকাশ থেকে Live বার্তায় জানালেন সুনীতা ও ব্যারি
তারাগুলির মধ্যেই পারমাণবিক প্রক্রিয়া চলতে থাকে। যা কয়েক কোটি কোটি বছর ধরে তারার অন্তঃস্থ শক্তি জুগিয়ে চলে। সেই শক্তি যখন বহির্বিশ্বে নির্গত হয়, সেই মুহূর্তেই T CrB কে স্বাভাবিকের চেয়ে ১৫০০ গুণ বেশি উজ্জ্বল দেখায়। সেই সময়ই রাতের আকাশে সেটিকে দেখা যাবে।
এখনও পর্যন্ত জানা যাচ্ছে শুক্রবার, ১২ জুলাই, সাড়ে ৮টা থেকে রাত ৯টার মধ্যে দেখা যেতে পারে এই ঘটনাটি। উত্তরের আকাশেই দেখা যাবে। উজ্জ্বলতা মাত্র কয়েক ঘন্টা স্থায়ী হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে