নয়াদিল্লি: এক সূর্যকে ঘিরে গড়ে উঠেছে গোটা সৌরজগৎ। কিন্তু চিনের আকাশে আজব দৃশ্য। আচমকা একসঙ্গে সাত-সাতটি সূর্যের দেখা মিলল পড়শি দেশের আকাশে। আজগুবি মনে হলেও, একেবারে বাস্তবের ঘটনা। সচক্ষে ওই দৃশ্য দেখে চমকে গিয়েছেন অনেকেই। সোশ্যাল মিডিয়ায় সাত সূর্যের ছবি ও ভিডিও পোস্ট করেছেন তাঁরা, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। (Viral Video of 7 Suns)


চিনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের আকাশে এই আজব দৃশ্য চোখে পড়ে। গত ১৮ অগাস্ট আকাশে সাত সূর্যের আবির্ভাব ঘটে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গেই চিনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে সেই দৃশ্য ছড়িয়ে পড়ে। শাংহাই ডেইলি নামক সংবাদমাধ্যমও সেটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। পরবর্তীতে অন্য দেশেও ছড়িয়ে পড়ে ওই ছবি এবং ভিডিও। আকাশে সাত সূর্যের আবির্ভাব ঘিরে নানা তত্ত্বও উঠে এসেছে ইতিমধ্যেই। (Science News)


তবে এই ঘটনার নৈপথ্যে রয়েছে বৈজ্ঞানিক কার্য-কারণ। আকাশে সাত সূর্যের আবির্ভাবকে বিজ্ঞানীরা Sun Dog বা Parhelion বলছে। তাঁদের মতে, সত্যি সত্যিই চিনের আকাশে সাত সূর্যের আবির্ভাব ঘটেনি। গোটা বিষয়টি আসলে দৃষ্টিবিভ্রম। পৃথিবীর বায়ুমণ্ডলে কুচি কুচি বরফের যে স্ফটিকের মাধ্যমে সূর্যালোকের প্রতিসরণ ঘটলে এমন দৃষ্টিবিভ্রম ঘটে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 



Sun Dog বা Parhelion একটি বিরল ঘটনা। এক্ষেত্রে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বরফের মেঘ জমা হয়। বায়ুমণ্ডলের অনেক উঁচুতে বরফের মেঘের ওই আস্তরণ হয় পাতলা, যা খালি চোখে দেখাই যায় না। মেঘের মধ্যে মিশে থাকা বরফের সূক্ষ্ম স্ফটিকের মধ্যে দিয়ে সূর্যালোকের প্রতিসরণ ঘটে। মাটি থেকে ৫০ কিলোমিটার উচ্চতায়, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে বরফের মেঘের মধ্যে জমা হয়। বায়ুমণ্ডলের অনেক উঁচুতে বরফের মেঘ তৈরি হয় বলে, তার আস্তরণও হয় পাতলা।


খালি চোখে ওই বরফের মেঘ দেখাই যায় না। কিন্তু বায়ুমণ্ডলের উপরিস্তরে বরফের ওই মেঘের রাশি বিরাজ করে। সেখান থেকেই ওই বলয়ের সৃষ্টি। ওই বরফের স্ফটিকের মধ্যে দিয়ে সূর্যালোকের প্রতিসরণ ঘটলে, একাধিক প্রতিবিম্ব তৈরি হয় সূর্যের। সেই প্রতিবিম্বগুলিই একাধিক সূর্যের আকারে ধরা দেয় সাধারণ মানুষের চোখে, যা আসলে দৃষ্টিবিভ্রম।


বিজ্ঞানীরা জানিয়েছেন, Sun Dog বা Parhelion অত্যন্ত বিরল ঘটনা। যে সমস্ত অঞ্চলের তাপমাত্রা বেশ ঠান্ডা, সেখানেই এমন দৃশ্য চোখে পড়ে। সিচুয়ান সোসাইটি ফর অ্যাস্ট্রনমি আমেচারের ভাইস প্রেসিডেন্ট শেং ইয়াং জানিয়েছেন, কত উচ্চতা থেকে দেখা হচ্ছে, তার উপরও সূর্যের প্রতিবিম্বের সংখ্যা নির্ভর করে। তবে একাধিক সূর্য রয়েছে বলে মনে হলেও, সূর্যের তুলনায় তার প্রতিবিম্বগুলি কম উজ্জ্বল হয়।