নয়াদিল্লি: পালকের মতো চাঁদের মাটি ছুঁয়েছিল যেমন ভারতের 'চন্দ্রযান', কথা ছিল অভিযান শেষে একই ভাবে জল ছোঁবে মহাকাশযান উৎক্ষেপণযান। কিন্তু শেষ শুরুটা ভাল হলেও, শেষটা মোটেই ভাল হল না। বরং ইলন মাস্কের সংস্থা SpaceX-এর মহাকাশযান উৎক্ষেপণযানটি ভারত মহাসাগর ছোঁয়া মাত্রই তীব্র বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। (SpaceX Starship)
বুধবার সকালে ষষ্ঠবারের জন্য মহাকাশযান উৎক্ষেপণযান Starship System-টিকে পরীক্ষামূলক ভাবে উড়িয়ে আবার ফিরিয়ে আনা হয়। ভারী ওজনের ওই উৎক্ষেপণযানটিকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে ধরে জলে নামানোই লক্ষ্য ছিল। কিন্তু শেষ মুহূর্তে হঠাৎই বিপত্তি ঘটে। তীব্র শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। বিস্ফোরণের তীব্রতায় ফুলেফেঁপে ওঠে ভারত মহাসাগরের জলরাশিও। (Viral Video)
দক্ষিণ টেক্সাসে SpaceX-এর ঘাঁটি থেকে এদিন ভোর ৩টে বেজে ৩০ মিনিটে ওই উৎক্ষেপণযানটির পরীক্ষা শুরু হয়। গোড়াতে একেবারে ঠিকঠাক ভাবেই এগোচ্ছিল সবকিছু। ঠিক যেমন পরিকল্পনা ছিল, সেভাবেই মাটি ছেড়ে উড়ে যায় সেটি। মহাকাশযান উৎক্ষেপণযানটির দু'টি অংশও পরস্পরের থেকে পৃথক হয়ে যায় আকাশে।
কিন্তু বিপত্তি বাঁধে মাটিতে ফিরিয়ে আনার সময়। এর আগে, শূন্যে মহাকাশযান উৎক্ষেপণযানটিকে ধরে ফেলে নজির সৃষ্টি করে SpaceX. এদিন নির্বিঘ্নে জলে নামানোই ছিল লক্ষ্য। ওজন অত্যধিক বেশি হওয়া সত্ত্বেও একেবারে নির্ধারিত পথেই মেক্সিকো উপসাগরের কাছে ভারত মহাসাগরের জলরাশির উপর নেমে আসছিল সেটি। কিন্তু হঠাৎই তীব্র বিস্ফোরণ ঘটে টুকরো টুকরো হয়ে যায় মহাকাশযান উৎক্ষেপণযানটি। বিস্ফোরণের তীব্রতায় ফুলে ওঠে জলরাশিও।
তবে পরীক্ষা ব্যর্থ হলেও, একাধিক মাইলফলক তৈরি করেছে SpaceX. অত্যধিক ওজনের বুস্টার থেকে মহাকাশযান উৎক্ষেপণযানটির উপরের অংশটি আলাদা হতে সফল হয়। বহু উচ্চতা থেকে আবারও নেমে আসে। উড়ানের ৬৫ মিনিটের মধ্যে মহাসাগরে নেমে আসে। এই নিয়ে পর পর দু'বার মহাকাশযান উৎক্ষেপণযানকে জলে নামানোর পরীক্ষা করল SpaceX. শেষ মুহূর্তে কী সমস্যা হল, যাতে বিস্ফোরণ ঘটল, তা খতিয়ে দেখছেন SpaceX-এর বিজ্ঞানীরা, যাতে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি না হয়।