নয়াদিল্লি: মহাকাশের পরতে পরতে বিস্ময়ের মণিমুক্তো! এবার সেখান থেকে 'মহাজাগতিক অলংকারের' হদিস পেল  নাসার হাবল স্পেস টেলিস্কোপ (NASA Hubble Space Telescope)। দেখলে মনে হবে মহাশূন্যের নিকষ কালো আঁধার চিরে জ্বলজ্বল করছে প্রকাণ্ড এক হিরের নেকলেস। আসলে এটি একটি 'নেবুলা' (Necklace Nebula)। বিজ্ঞানীদের ভাষায়, 'নেকলেস নেবুলা।' পৃথিবী থেকে তার দূরত্ব ১৫ হাজার আলোকবর্ষ। হালেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা এই নীহারিকার ছবি ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল 'এক্স'-এ পোস্ট করে। 


বিশদ...
'নেকলেস নেবুলা' সম্পর্কে নাসা জানাচ্ছে, 'সূর্যের মতোই প্রদক্ষিণরত দুটি নক্ষত্র নিয়ে তৈরি এই নীহারিকা। তবে এই নক্ষত্রদুটি বয়স হচ্ছে। এর মধ্যে একটির বয়স বেড়ে যাওয়ায় সেটি আয়তনেও বেড়ে গিয়ে ছোট নক্ষত্রটিকে গিলে ফেলেছে। কিন্তু  এখনও তার মধ্যেই, ছোট নক্ষত্রটি প্রদক্ষিণ করে চলেছে।'






এর ফলে স্ফীত বড় নক্ষত্রটির প্রদক্ষিণের হার বেড়ে যায়, দাবি নাসার। ফলে তার বাইরের কিছু অংশ ছিটকে মহাকাশে বেরিয়ে পড়ে। সেই অংশগুলিই 'নেকলেস নেবুলা' হয়ে ঘুরতে থাকে। নাসা জানাচ্ছে, এই নীহারিকায় গ্যাসের ঘন স্তর তৈরি হয়েছিল। সেখান থেকে হিরের মতো ছটা।  


প্রতিক্রিয়া...
গত ১৩ মার্চ ছবিটি নাসার হাবল স্পেস টেলিস্কোপের অফিসিয়াল 'এক্স' হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল। ইতিমধ্যে তা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। ৫৫ হাজার 'লাইক', একগুচ্ছ কমেন্ট পড়েছে 'নেকলেস নেবুলা'-র সমর্থনে। বহু নেটিজেন মুগ্ধতা প্রকাশ করেন। এক জন যেমন লেখেন, 'অসম্ভব সুন্দর।' আর এক জনের আবার কমেন্ট, 'কোনও মহাজাগতিক দৈত্য তার ব্রেসলেটটি যেন হারিয়ে ফেলেছে।' কেউ লেখেন, 'দেখে স্টার ট্রেকের কোনও পর্ব বলে মনে হচ্ছে।' এই ছবি দেখে নিজেদের কল্পনামাফিক এক এক জন এক এক রকম ভেবে নিয়েছেন। তবে একটি বিষয়ে সকলেই একমত। মহাজাগতিক এই ঘটনার ছবিটি সত্যিই বড় সুন্দর।
নাসার হাবল স্পেস টেলিস্কোপে এই ধরনের নানা ছবি কম-বেশি প্রায়শই ধরা পড়ে। মহাকাশ যে অনন্ত বিস্ময়ের, সে কথারই প্রমাণ এই ছবিগুলি।


আরও পড়ুন:রুটি না হলে খাওয়া হয় না? খোঁজ মিলল পৃথিবীর প্রাচীনতম রুটির