Chandrayaan 3: ইসরোর (ISRO) চন্দ্রযান ৩ (Chandrayaan 3) তৈরির ক্ষেত্রে সাহায্য করেছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা (Private Companies)। এই মহাকাশযান তৈরিতে ইসরোর পাশাপাশি তাদের অবদানও কোনও অংশে কম নয়। ভারতের সাফল্যের অংশীদার এইসব বেসরকারী সংস্থাও। ২৩ অগস্ট নির্ধারিত সময়েই (ভারতীয় সময় সন্ধে ৬টা বেজে ৪ মিনিট) চাঁদের দক্ষিণ মেরুর কাছে সফলভাবে সফট ল্যান্ডিং করেছে ল্যান্ডার বিক্রম। এর বেশ কয়েক ঘণ্টা পরে ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে এসে চন্দ্রপৃষ্ঠে পা রেখেছে রোভার প্রজ্ঞান। এই যন্ত্রাংশের চাকায় রয়েছে অশোক স্তম্ভের চিহ্ন। ফলে চাঁদের মাটিতে প্রজ্ঞানের চাকা গড়ানোর সঙ্গে সঙ্গে ছাপ পড়েছে অশোক স্তম্ভেরও।
এবার জেনে নেওয়া যাক চন্দ্রযান ৩ তৈরির ক্ষেত্রে কোন কোন বেসরকারি সংস্থা কীভাবে সাহায্য করেছে ইসরোকে
Tata Consulting Engineers Limited (TCE)
এই সংস্থা মূলত চন্দ্রযান ৩- এই মহাকাশযানের ইঞ্জিনিয়ারিং বিভাগে কাজ করেছে। স্বতন্ত্র এবং দেশীয়ভাবে নির্মাণ করেছে জটিল বা ক্রিটিকাল সিস্টেম এবং সাব-সিস্টেম। এই সাব-সিস্টেমের ক্ষেত্রে অবশ্য কাস্টম-বিল্টের দিকে নজর দিয়েছিল সংস্থা। ইসরোর চন্দ্রাভিযান যাতে সফল হয় তার জন্য চন্দ্রযান ৩- এর সফলভাবে উৎক্ষেপণ হওয়া সবার আগে প্রয়োজনীয় ছিল। আর সেই দিকেই নজর রেখেছিল TCE সংস্থা। সলিড প্রপেলান্ট প্ল্যান্ট, ভেহিকেল অ্যাসেম্বলি বিল্ডিং এবং মোবাইল লঞ্চ পেডেস্টাল- এই তিনটি ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ের নিরিখে সাহায্য করেছে উল্লিখিত সংস্থা।
Larsen & Toubro (L&T)
ভারতের তৃতীয় চন্দ্রাভিযানের ক্ষেত্রে এই সংস্থা একাধিক উপকরণ (কম্পোনেন্ট) সরবরাহ করেছে। চন্দ্রযান ৩ নির্মাণের ক্ষেত্রে এইসব উপকরণ ব্যবহার করা হয়েছে। লার্সেন অ্যান্ড টুব্রো সংস্থা জানিয়েছে middle segment এবং nozzle bucket flange- এই দুই কম্পোনেন্ট তৈরি হয়েছে তাদের পোওয়াই (মুম্বই) ফেসিলিটি বা প্ল্যান্টে। অন্যদিকে ground এবং flight umbilical plates তৈরি হয়েছে কোয়েম্বাত্তূরের এরোস্পেস ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে।
Walchandnagar Industries
এই সংস্থা নির্মাণ করেছে লুনার মিশন ভেহিকেলের কম্পোনেন্ট। first-stage booster এবং nozzle control tanks তৈরি করেছে এই সংস্থা। এর উচ্চতা ৮০ ফুট এবং ব্যাস ১২ ফুটের বেশি।
Godrej & Boyce
ইসরোর হেভিয়েস্ট লঞ্চার অর্থাৎ ওজনের সবচেয়ে ভারী লঞ্চার Launch Vehicle Mark III- এর জন্য কম্পোনেন্ট তৈরি করেছে এই সংস্থা। কোর স্টেজ বা অন্তর্বর্তী স্তরের জন্য নির্মাণ করেছে L110 ইঞ্জিন। অন্যদিকে আপার স্টেজের জন্য নির্মাণ করা হয়েছে CE20 engine thrust chamber।
Centum Electronics
লঞ্চ ভেহিকেল মার্ক ৩ বা LVM3 M4/চন্দ্রযান-৩ এর মিশনের ক্ষেত্রে এই সংস্থা ২০০-র বেশি মিশন-ক্রিটিকাল মডিউল সরবরাহ করেছে।
Ananth Technologies (ATL)
লঞ্চ ভেহিকেল মার্ক ৩- এর জন্য যন্ত্রাংশ সরবরাহ করেছে এই প্রযুক্তি কোম্পানি। অভিযানের জন্য প্রয়োজনীয় avionics packages যেমন- অনবোর্ড কম্পিউটার, নেভিগেশন সিস্টেম, কন্ট্রোল ইলেকট্রনিক্স, টেলিমেট্রি, পাওয়ার সিস্টেমের এই সবকিছুর জন্য কম্পোনেন্ট তৈরি করেছে উল্লিখিত সংস্থা। এছাড়াও বিভিন্ন ইন্টারফেস প্যাকেজ, পাওয়ার সুইচিং মডিউল, রিলে অ্যান্ড ব্যালেন্সিং ইউনিট এবং আরও অনেক যন্ত্রাংশ যা সাম্প্রতিল লঞ্চের জন্য প্রয়োজনীয় ছিল তার সবই তৈরি করেছে এই সংস্থা। চন্দ্রযান ৩- এর প্রোগ্রামের ক্ষেত্রে বিভিন্ন মেজর স্যাটেলাইট সিস্টেম যেমন- টেলিমেট্রি, টেলিকম্যান্ড, পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, DC-DC কনভার্টার- এইসব তৈরি করেছে এটিএল সংস্থা।
Omnipresent Robotic Technologies Ltd
এই সংস্থা সেই সফটওয়্যার ডিজাইন করেছে যা লাগানো রয়েছে রোভার প্রজ্ঞানে। এই সংস্থার ডিজাইন করা সফটওয়্যারের সাহায্যে ইমেজ প্রসেসিং করা সম্ভব হবে।
Semiconductor Laboratory (SCL)
লঞ্চ ভেহিকেল মার্ক ৩ লঞ্চ ভেহিকেল নেভিগেশনের জন্য Vikram Processor (1601 PE01) তৈরি করেছ উক্ত সংস্থা। এছাড়াও ল্যান্ডার বিক্রমের ইমেজার ক্যামেরার জন্য CMOS Camera Configurator (SC1216-0) তৈরি করেছে এই সংস্থা।
Hindustan Aeronautics Limited (HAL)
চন্দ্রযান ৩- এর রোভার এবং ল্যান্ডারের জন্য এই সংস্থা নির্মাণ করেছে মেটালিক এবং কম্পোজিট স্ট্রাকচার, সমস্ত প্রপেল্যান্ট ট্যাঙ্ক এবং বাস স্ট্রাকচার।
Bharat Heavy Electricals Limited (BHEL)
এই সংস্থা নির্মাণ করেছে লিথিয়াম আয়ন ব্যাটারি এবং টাইটেনিয়াম অ্যালয় প্রপেল্যান্ট ট্যাঙ্ক। ল্যান্ডার মডিউল এবং প্রপালশন মডিউলে কাজে লেগেছে এই দুই কম্পোনেন্ট।
MTAR Technologies
বিকাশ ইঞ্জিন, সিরোজেনিক ইঞ্জি সাবসিস্টেম- যার মধ্যে রয়েছে টার্বো পাম্প, বুস্টার পাম্প। গ্যাস জেনারেটর এবং ইনজেকটর হেড, এছাড়াও রয়েছে electro-pneumatic modules। আর এই সমস্ত কম্পোনেন্ট তৈরি করা হয়েছে Launch Vehicle Mark-III (LVM 3)- এর জন্য।
Mishra Dhatu Nigam (MIDHANI)
বেশ কিছু জটিল উপকরণ যেম কোবাল্ট ভিত্তিক alloysবা শঙ্কর ধাতু, নিকেল বেসড alloys, টাইটেনিয়াম alloys এবং বিশেষ ধরনের স্টিল সরবরাহ করেছে এই সংস্থা। ইসরোর চন্দ্রাভিযানের জন্য লঞ্চ ভেহিকেলে এইসব ধাতু ব্যবহার করা হয়েছে।
KELTRON
৪১টি ইলেকট্রনিক্স মডিউল সরবরাহ করেছে এই KELTRON সংস্থা। এর সঙ্গে চন্দ্রযান ৩ মিশনের জন্য একাধিক পাওয়ার মডিউলও সরবরাহ করেছে এই সংস্থা।
Kerala Minerals and Metals (KMML)
চন্দ্রযান ৩ নির্মাণের ক্ষেত্রে একাধিক জটিল কম্পোনেন্ট প্রয়োজন হয়েছে। তার জন্য টাইটেনিয়াম স্পঞ্জ অ্যালয় সরবরাহ করেছে এই সংস্থা।
Kortas Industries Pvt Ltd
বিভিন্ন subassemblies সরবরাহ করেছে এই সংস্থা, যা কাজে লেগেছে S200 booster stage, L110 crore stage এবং C25 cryogenic stage- এ।
Vajra Rubber Products
এই সংস্থার মাধ্যমে S 200 Thrust vector control flex seal সরবরাহ করা হয়েছে যা লঞ্চ ভেহিকেল মার্ক ৩ রকেটে কাজে লেগেছে।
তথ্যসূত্র- PTI, SKU, SMN
আরও পড়ুন- চাঁদের বুকেই কি আয়ু শেষ, নাকি ঘটবে মিরাকল! ‘বিক্রম’ ও ‘প্রজ্ঞান’কে নিয়ে উদ্বেগে ISRO