নয়াদিল্লি: নতুন বছরের শুরুতেই ঝলমলে হয়ে উঠবে রাতের আকাশ। বিজ্ঞানপ্রেমী মানুষের জন্য অন্তত শুভ সময় হতে চলেছে জানুয়ারি মাস। কারণ চলতি মাসে রাতের আকাশে ধরা স্পষ্ট রূপে ফুটে উঠবে শুক্রগ্রহ, শনি, বৃহস্পতি এবং মঙ্গলগ্রহ। অভূতপূর্ব এই মহাজাগতিক মুহূর্তের সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। (Parade of Planets)
আগামী কয়েক সপ্তাহ এই অভূতপূর্ব মহাজাগতিক মুহূর্ত স্থায়ী হবে। সূর্যাস্তের কিছু সময় পর থেকেই রাতের আকাশে দেখা যাবে শুক্রগ্রহ, মঙ্গলগ্রহ, শনি এবং বৃহস্পতিকে। একদম স্পষ্ট দেখা যাবে চার গ্রহকে। রাতের আকাশের শোভাবর্ধন করবে তারা। (Science News)
গুরুত্বপূর্ণ বিষয় হল, রাতের আকাশে শুক্র এবং শনি একেবারে কাছাকাছি অবস্থান করবে। আপাতদৃষ্টিতে তাদের মধ্যে কয়েক আঙুলের ব্যবধানই থাকবে। ১৭ এবং ১৮ জানুয়ারি সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে সৌরজগতের এই দুই গ্রহ। সেই অবস্থায় তাদের দেখতে পাওয়ার অপেক্ষায় বিজ্ঞানপ্রেমী মানুষজন। ২১ জানুয়ারি সন্ধেয় সবচেয়ে ভাল ভাবে দেখা যেতে পারে চার গ্রহকে।
এমনিতে ডিসেম্বরের আগাগোড়া রাতের আকাশে উজ্জ্বল হয়ে ধরা দেয় মঙ্গলগ্রহ। আগামী ১৫-১৬ জানুয়ারি আরও উজ্জ্বল হয়ে ধরা দেবে সে। ঔজ্জ্বল্যের মাত্রা হবে -১.৪। ফলে খালি চোখেও এবার রাতের আকাশে দেখা যাবে লালগ্রহকে। সূর্যাস্তের সময় পূর্ব আকাশে উদিত হবে মঙ্গল। আবার সূর্যোদয়ের সময় অস্ত যাবে পশ্চিমের আকাশে।
মঙ্গলের পাশাপাশি, রাতের আকাশে একেবারে মাথার উপর থাকবে বৃহস্পতি। শুক্রগ্রহ এবং শনিকে দেখা যাবে দক্ষিণ-পশ্চিমে। একসঙ্গে এতগুলি গ্রহকে দেখতে পাওয়ার এমন সুযোগ সচরাচর পাওয়া যায় না। রাতের আকাশে ইউরেনাস এবং নেপচুনও রয়েছে, কিন্তু তাদের খালিচোখে দেখা যায় না। রাতের আকাশে একসঙ্গে গ্রহদের আবির্ভাব ঘিরে বরাবরই উৎসাহ লক্ষ্য করা যায়। অনেকে এই বিশেষ মুহূর্তকে 'গ্রহদের সমারোহ' বলেও উল্লেখ করেন।
তবে মোটেই পৃথিবীবাসীর জন্য একত্রিত হচ্ছে না এই চার গ্রহ। সৌরজগতে নির্দিষ্ট কক্ষপথ ধরেই এগিয়ে চলেছে তারা। সূর্যের অবস্থানের জন্যই এক সরল রেখায় চলে আসছে গ্রহগুলি। সূর্যের থেকে তাদের অবস্থানের নিরিখেই এমন দৃশ্য দেখা সম্ভব হবে। এর পর, মার্চ মাসে মঙ্গল, বৃহস্পতি, ইউরেনাস, শুক্র, নেপচুন, শনির সঙ্গে বুধকেও দেখা যাবে রাতের আকাশে। মার্চের প্রথম সপ্তাহেই এমনটা সম্ভব হবে। সবচেয়ে ভালভাবে ৮ মার্চ দেখা যাবে ওই গ্রহদের।