World UFO Day 2024: বিশ্ব ইউএফও দিবস আজ অর্থাৎ ২ জুলাই। ইউএফও-র অর্থ আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট অর্থাৎ অজ্ঞাত উড়ন্ত বস্তু। স্পষ্টতই এটি অজানা কোনও বস্তুকে নির্দেশ করে। ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট শব্দবন্ধটি ব্যবহার করা হয়েছিল প্রথম এলিয়েনের অস্তিত্ব বোঝাতে (World UFO Day 2024)। অনেকেই মনে করেন, এলিয়েন বলে কোনও এক অজ্ঞাত প্রাণী আমাদের ব্রহ্মান্ডেই বাস করেন। মাঝে মাঝেই তারা ঘুরতে আসে পৃথিবীতে। আর ঘুরতে আসে ওই বিশেষ যান - আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টে চড়েই।
গত শতক থেকেই গুঞ্জন
ইউএফও নিয়ে গত শতক থেকেই বহুবার নানা আলোচনা হয়েছে। এই নিয়ে একের পর এক গল্প, সিনেমাও লেখা হয়েছে সারা বিশ্বে। সত্যজিৎ রায় লিখেছিলেন বঙ্কুবাবুও নাকি দেখেছিলেন এমন এক ইউএফও যা ফেরার পথের বাঁশবাগানে ল্যান্ড করে। সেখান থেকে অ্যাং নামের এক এলিয়েন বেরিয়ে এসে জীবনের গুরুত্বপূর্ণ পাঠ দিয়ে যায় বঙ্কুবাবুকে। কিন্তু সে তো গল্প। সত্যিই কি ইউএফও কখনও ল্যান্ড করেছিল পৃথিবীতে ? কখনও কি বঙ্কুবাবুর মতো কেই দেখেছিলেন এলিয়েন অ্যাংকে ?
কী বলছে বিজ্ঞান ?
বিজ্ঞান একেবারেই উড়িয়ে দেয় না এলিয়েনের অস্তিত্বের সম্ভাবনার কথা। আবার প্রতিষ্ঠিত বিজ্ঞান সংস্থাগুলি এর অস্তিত্ব যে মেনে নিয়েছে, তা ও নয়। তবে আমেরিকাসহ বিশ্বের তাবড় তাবড় দেশে দেখা গিয়েছে ইউএফও। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে ন্যাশনাল ইউএফও রিপোর্টিং সেন্টারও রয়েছে। যেমন দক্ষিণ আমেরিকার কোলোরাডোতে আজ পর্যন্ত মোট ৩৩০০টির বেশি ইউএফও-র রিপোর্ট হয়েছে। কিন্তু সত্যিই সেগুলি এলিয়েনের যান ইউএফও কি না তা প্রমাণ করতে পারেননি প্রত্যক্ষদর্শী বা বিজ্ঞানীদের কেউই।
দেখা গিয়েছিল ভারতেও ?
কেন্দ্র নিজে মুখে স্বীকার করেছিল গত বছর নভেম্বর মাসে। মণিপুরে ইম্ফল এয়ারপোর্টের কাছে দেখা গিয়েছিল ইউএফও। সূর্যাস্তের আগে ১৯ নভেম্বর সেটি দেখা যায়। কিন্তু পরক্ষণেই নাকি সেটি গায়েব হয়ে গিয়েছিল। ফলে অনুসন্ধান কার্য আর চালানো যায়নি।
১৯৪৭ সালের ঘটনা
১৯৪৭ সালের এক অদ্ভুত ঘটনা থেকেই ২ জুলাই এই বিশেষ দিনটি পালন করা শুরু হয়। এই দিনেই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে একটি অজ্ঞাত বস্তু ভেঙে পড়ে। পুলিশের দাবি ওয়েদার বেলুন হলেও বেশিরভাগ মানুষেরই ধারণা সেটি ইউএফও। তার পর থেকেই এই দিনটিকে ইউএফও-র ইতিহাসে একটি বিশেষ দিন বলে মনে করা হয়। কিন্তু হ্যাঁ, এলিয়েন দেখেছেন, এমন প্রমাণ দিতে পারেননি কেউ!
আরও পড়ুন - Science News: নীল সমুদ্রও ধীরে ধীরে বদলে ফেলছে রং, নেপথ্যের কারণ জানাল NASA
আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।