করোনা মহামারীর পর অনেকটাই বদলে গেছে আমাদের জীবন। ঘরের পাশাপাশি পেশাগত জীবনেও প্রতিনিয়ত নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি আমরা। অফিস হোক বা স্কুল, সবই আমাদের ঘরের চার দেওয়ালে সীমাবদ্ধ। করোনাকালে কেবল ইন্টারনেটের মাধ্যমেই পড়াশোনা করতে পারছে শিশুরা। অনলাইন ক্লাসের সঙ্গে সঙ্গে অনলাইনেই হোমওয়ার্ক ও ক্লাস অ্যাসাইনমেন্ট করছে শিশুরা। এই মহামারীর সময়ে বই থেকে দূরে সবকিছুর জন্য ইন্টারনেটের ওপর নির্ভর করতে হচ্ছে শিশুদের। ইন্টারনেট ও টেলিভিশন এখন বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগের মাধ্যম হয়ে উঠেছে। গত দু'বছর ধরে বাড়ির বড়দের অফিসের কাজ ঘরে বসেই করতে হচ্ছে। অফিসের অনলাইন মিটিং হোক, কনফারেন্সে যোগ দেওয়া ছাড়াও ভারী ফাইল পাঠানো থেকে শুরু করে রিসিভ করা সবই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে।
নতুন বছরে সবকিছুই আগের মতো স্বাভাবিক হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। যদিও এর মধ্যে করোনার নতুন রূপ ওমিক্রন চলে আসায় সেই স্বাভাবিক হওয়ার সম্ভাবনাগুলিকে নষ্ট করে দিয়েছে। ওমিক্রন ভারত-সহ অনেক দেশের দরজায় কড়া নাড়ছে। আবারও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। নতুন বছরে কর্মীদের অফিসে ডাকার কথা ভেবেছিল অনেক কোম্পানি। এখন তারাই কর্মীদের নিরাপত্তার কথা ভেবে সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছে। যা পরিস্থিতি ২০২২-এ নতুন বছরেও চালু থাকতে পারে বাড়ি থেকে কাজ ও অনলাইন ক্লাসের মতো বিষয়।এরকম
একটা অবস্থায় সব বাড়িতেই ভাল ইন্টারনেট সংযোগের প্রয়োজন। এই প্রয়োজন মেটাতে আপনি একটি ইন্টারনেট সংযোগের ওপর নির্ভর করতে পারেন। কারণ এই সংযোগ আপনাকে নিরবচ্ছিন্ন পরিষেবা দেয়। সাধারণ মানুষের প্রয়োজন অনুযায়ী চাহিদা মেটাতে Airtel X stream ফাইবার ইন্টারনেট সংযোগ চালু করেছে। এটি ব্রডব্যান্ড কানেকশনের চেয়ে ভাল।পাশাপাশি ফাইবার নেট প্রযুক্তি রয়েছে এতে।
কেন এয়ারটেলের এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট সংযোগ সবার সেরা : সস্তায় এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট সংযোগ ভাল, নির্ভরযোগ্য সংযোগ দিয়ে থাকে। বাড়ি থেকে কাজ করুন বা বাচ্চাদের স্কুল বা কলেজের অনলাইন ক্লাস, এই সবের জন্য দ্রুত সীমাহীন ব্রডব্যান্ড সংযোগের প্রয়োজন। এই ধরনের কানেকশন এমন হওয়া উচিত, যাতে 'ওয়ার্ক ফর্ম হোম' বা অনলাইন ক্লাসের সময় ব্যবহারকারীদের সমস্যায় পড়তে না হয়। এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট সংযোগ ফাইবার অপটিক প্রযুক্তির কারণে উচ্চ গতির ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। আপনাকে ১ জিবিপিএস গতিতে ইন্টারনেট পরিষেবা দেয় এই প্রযুক্তি। এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট কানেকশনের পুরোনো কেবলগুলির পরিবর্তে এই প্রযুক্তিতে অপটিক কেবল ব্যবহার করা হয়। যার ফলে ব্রডব্যান্ড কানেকশনের থেকে ডেটার গতি অনেকটাই বেড়ে যায় ও বাড়ির ইন্টারনেট সংযোগটি দুর্দান্ত কাজ করে।
কেন এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট সংযোগ বাড়ির জন্য সেরা ?
বাড়ি থেকে কাজ করার সময় ইউজারকে বেশকিছু সমস্যায় ভুগতে হয়। স্লো-ইন্টারনেট স্পিড, ডাউনটাইম ও ফাইল ডাউনলোডের দীর্ঘ সময়ের সমস্যা মোকাবিলা করতে হয় গ্রাহককে। সেই কারণে অনেক সময় গ্রাহককে মোবাইল ডেটার ওপরও নির্ভর করতে হয়। যা বেশিরভাগ সময়ই সঠিকভাবে কাজ করে না। এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট কানেকশন আপনার এই সব সমস্যা দূর করবে।
দারুণ ট্যারিফ প্ল্যান : Airtel X Stream ফাইবার ইন্টারনেট কানেকশনের সবচেয়ে বড় হাইলাইট হল এর বিভিন্ন ট্যারিফ প্ল্যান। এই প্ল্যানে আপনাকে রেগুলার ও সুপার হাই-স্পিড প্ল্যান অফার করে কোম্পানি। ১০০ Mbps থেকে ১ Gbps পর্যন্ত ইন্টারনেট গতি বেছে নেওয়ার বিকল্প থাকে আপনার কাছে। অনলাইন ক্লাস হোক বা বাড়ি থেকে কাজ করার সময় এর গতি নিয়ে আপনাকে ভাবতে হবে না। এই কানেকশনের মাধ্যমে দুর্দান্ত গতিতে সিনেমা বা ভিডিও ডাউনলোড করার সময়ও আপনাকে ইন্টারনেটের গতি সম্পর্কে ভাবতে হবে না।
এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট কানেকশনের কারণে দুর্বল মোবাইল নেটওয়ার্ক থেকেও মুক্তি পাবেন আপনি। এমনকী ফোনে কথা বলার সময় খারাপ নেটওয়ার্কের অভিজ্ঞতা আপনার কাছে বিরল হয়ে দাঁড়াবে। এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট সংযোগের আপনি বাড়ির যেকোনও কোণ থেকে সহজেই Wi-Fi কলিং করতে পারবেন। আর এর জন্য আপনাকে আলাদা কোনও টাকাও খরচ করতে হবে না। ওয়াই-ফাই কলিংয়ের পাশাপাশি, এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট কানেকশন আপনার আনলিমিটেড বিনোদনের সাথী হবে।
আপনার বিনোদনের সাথী এই কানেকশন
করোনাকালে মানুষের কাছে এখন বিনোদনের সীমিত বিকল্প হাতে রয়েছে। এই সময়ে ওটিটির ব্যবহার বেড়েছে। OTT প্ল্যাটফর্ম অনুযায়ী এর মূল্য দিতে হয়। একাধিক সাবস্ক্রিপশনের ফলে গ্রাহকের ওপর খরচের বোঝা বেড়েছে। এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট সংযোগ আপনার এই সমস্যার সমাধান করবে। এয়ারটেলের এই কানেকশনের মাধ্যমে অ্যামাজন ব্রডব্যান্ড সংযোগ প্রাইম, জি 5 , ডিজনি + হটস্টার , উইঙ্ক মিউজিক ও অন্যান্য প্ল্যাটফর্মগুলি বিনামূল্যে অথবা সর্বনিম্ন চার্জে পাওয়া যাবে৷
ইন্টারনেট সংযোগে সুরক্ষাই মূল বিষয় : আপনার ঘরে একাধারে ইন্টারনেটের সুবিধা গ্রহণ করেন শিশু থেকে বয়স্ক সকলেই।সেকারণে ইন্টারনেটে সুরক্ষা প্রয়োজন সবচেয়ে বেশি। এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট সংযোগ চার ধরনের নিরাপত্তা প্রোফাইল দিয়ে থাকে।যার মধ্যে ভাইরাস থেকে সুরক্ষা,শিশু সুরক্ষা, স্টাডি মোড ও ওয়ার্ক মোড রয়েছে। ওয়ার্ক মোডের সময় কনটেন্ট বা বিষয়বস্তুর ওপর সীমাবদ্ধতা বজায় রাখে এই কানেকশন। এটি শিশুদের ইন্টারনেট অ্যাক্সেসের ওপরও 'প্যারেন্টাল কন্ট্রোল' বা 'বাবা-মায়ের নিয়ন্ত্রণ' দিয়ে থাকে৷
এয়ারটেল এক্সস্ট্রিম ফাইবার ওয়াই-ফাই রাউটার কি আমাদের চূড়ান্ত স্ট্রেস পরীক্ষা মোকাবিলা করতে পারে?
দুর্দান্ত গ্রাহক পরিষেবা: আপনি যদি Airtel X Stream ফাইবার ইন্টারনেট সংযোগে কোনও সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনি ২৪ ঘণ্টার মধ্যে যেকোনও সময় Airtel গ্রাহক সহায়তায় কল করে সমস্যার সমাধান করতে পারেন। এছাড়াও, এয়ারটেল এক্স স্ট্রিম ফাইবার ইন্টারনেট সংযোগের স্মার্ট রাউটার স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট সংযোগ সমস্যা সনাক্ত করে তা সমাধান করে।নতুন বছরে আপনি উচ্চ-গতির ইন্টারনেট কানেকশন উপভোগ করতে বা পরিবারের সদস্যদের উপহার দিতে চাইলে Airtel X Stream ফাইবার ইন্টারনেট কানেকশন ঘরে আনুন। এই কানেকশন আপনার সঙ্গে আপনার পরিবারের সকল সদস্যের চাহিদা পূরণ করবে।