বেঙ্গালুরু : করোনায় জেরবার বিশ্ব। এই অতিমারি পরিস্থিতিতে সকলের মঙ্গল কামনায় এগিয়ে এল সাইকেল পিওর আগরবাতি। #PrayForEveryone-এ একটি ভিডিও তৈরি করেছে সংস্থা। তাতে বিশ্বজুড়ে এই অতিমারি পরিস্থিতিতে সকলকে হাতে হাত মিলিয়ে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ছোট এই ভিডিওটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সাইকেলের এই উদ্যোগের সমর্থনে এগিয়ে এসেছেন অমিতাভ বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যায়, রমেশ অরবিন্দ সহ সিনেমা ও ক্রীড়া জগতের বহু খ্যাতনামা ব্যক্তিত্ব। যখন গোটা বিশ্বে করোনার আতঙ্ক থাবা বসিয়েছে, তখন প্রার্থনার মাধ্যমে শান্তি আর আশার আলোর খোঁজ চলছে। 


এই ভিডিওটি এক সপ্তাহের মধ্যে ইনস্টাগ্রাম, ফেসবুক ও ইউটিউবে ৭০ লক্ষ ভিউ পেয়েছে। হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ারও হয়েছে। 



এই উদ্যোগের বিষয়ে কথা বলতে গিয়ে সাইকেল পিওর আগরবাতির ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রঙ্গা বলেন, "আমাদের ইচ্ছা ছিল, সহজ প্রার্থনার মাধ্যমে আশা এবং ইতিবাচক দিকটি তুলে ধরা। আমরা সাইকেল পরিবারে, প্রার্থনার মাধ্যমে নিরাময় ক্ষমতায় বিশ্বাস করি। এজন্য আমরা 'সর্বে ভবতু সুখিনা' প্রার্থনাটিকে বেছে নিই। যার অর্থ, 'সকলে সুখি থাকুক'। এই ফিল্মটি ভাইরাল হওয়ার অর্থ এটাই যে, সকলেই সকলের জন্য প্রার্থনা করছেন। প্রত্যেকের প্রার্থনার কারণ রয়েছে। আমরা প্রার্থনা করি, এই অতিমারি পরিস্থিতি তাড়াতাড়ি কেটে উঠুক।"


বিভিন্ন ক্ষেত্রের মানুষ এগিয়ে এসে এই ভিডিওটি দ্রুত শেয়ার করেছেন, যার অর্থ ভিডিওটির বিশ্বজুড়ে প্রভাব ফেলেছে। করোনা রোগীদের সাহায্য ও চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন মেটানোর জন্য সাইকেল পিওর আগরবাতি সক্রিয়ভাবে কাজ করে চলেছে। এই কঠিন সময়ে ভারতবাসীর মধ্যে আশা এবং ইতিবাচক মানসিকতা পুনঃপ্রতিষ্ঠার জন্য এই ভিডিও।



NRRS সম্বন্ধে :


১৯৪৮ সালে মাইসুরুর এই NR গ্রুপ প্রতিষ্ঠা করেছিলেন শ্রী এন রঙ্গা রাও। রঙ্গা রাও একজন দূরদৃষ্টিসম্পন্ন ও পরোপকারী মানুষ ছিলেন। আজ সব জায়গায় ছড়িয়ে পড়া এই সাইকেল পিওর আগরবাতির সৃষ্টি করেছিলেন। যেটা ইতিমধ্যে বিশ্বের সবথেকে বড় ধূপের ব্র্যান্ডে পরিণত হয়েছে। NR গ্রুপ ভারত ও বিশ্বজুড়ে সফলভাবে চলা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম। এয়ার কেয়ার প্রোডাক্টস (লায়া ব্রান্ডের রুম ফ্রেশনার ও কার ফ্রেশনার) সহ বিভিন্ন ব্যবসা রয়েছে সংস্থার। এছাড়া বাড়িতে ব্যবহারের জন্য ফুলের নির্যাস থেকে ঢেউ খেলানো সুগন্ধির প্রোডাক্ট রয়েছে। আজ এই প্রতিষ্ঠান আগরবাতি থেকে এয়োরোস্পেস সংসারে প্রবেশ করেছে। প্রতিরক্ষা সংক্রান্ত হেলিকপ্টারের পার্টস তৈরি করে এই সংস্থা। সংস্থা সামাজিকভাবে দায়বদ্ধ এবং NR ফাউন্ডেশনের মাধ্যমে সেগুলি পূরণও করে। রঙ্গা পরিবারের তৃতীয় প্রজন্ম এখন NR গ্রুপ পরিচালনা করে। NR গ্রুপ সম্বন্ধে বিশদে জানতে http://www.nrgroup.co.in/-এই সাইটে প্রবেশ করুন।