কলম্বো: নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় পাকিস্তান সফরে যেতে অস্বীকার করলেন শ্রীলঙ্কার ১০ ক্রিকেটার। তাঁদের মধ্যে এমন চারজন আছেন, যাঁরা ২০০৯ সালের অভিশপ্ত সফরেও দলে ছিলেন। সেবার লাহৌরের গদ্দাফি স্টেডিয়ামে শ্রীলঙ্কার টিম বাস যাওয়ার সময় যখন জঙ্গি হামলা হয়, তখন দলে ছিলেন লসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, থিসারা পেরেরা ও সুরঙ্গা লাকমল। তাঁদের পাশাপাশি নিরোশন ডিকওয়েলা, কুশল পেরেরা, ধনঞ্জয় ডি সিলভা, আকিলা ধনঞ্জয়, দীনেশ চাণ্ডিমল ও দিমুথ করুণারত্নেও পাকিস্তান সফরে যেতে নারাজ। ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যতই দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিক না কেন, নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


লাহৌরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলায় ৬ জন ক্রিকেটার আহত হন। গুরুতর জখম হন থিলন সমরবীরা। শ্রীলঙ্কা দলের সহকারী কোচ পল ফারব্রেসও জখম হন। এই হামলার পর থেকেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ হয়ে যায়। দেশের মাটিতে কোনও সিরিজ আয়োজন করতে না পেরে বিপুল ক্ষতির মুখে পড়ে বিভিন্ন দলকে সফরের জন্য অনুরোধ জানাতে থাকে পিসিবি। তবে কোনও প্রথমসারির দলই সেই আর্জিতে সাড়া দেয়নি। নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকায় ২০১১ সালের বিশ্বকাপের কোনও ম্যাচ আয়োজন করার সুযোগ পায়নি পিসিবি। ২০১৩ ও ২০১৪ সালে আফগানিস্তান ও কেনিয়া বেসরকারি ম্যাচ খেলতে পাকিস্তানে যায়। লাহৌর হামলার ৬ বছর পর ২০১৫ সালে প্রথম টেস্টখেলিয়ে দল হিসেবে পাকিস্তান সফরে যায় জিম্বাবোয়ে। লাহৌরে দু’টি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ হয়।

জিম্বাবোয়ে পাকিস্তান সফরে গেলেও, অন্য কোনও দল সে পথে হাঁটেনি। ২০১৭ সালের ৫ মার্চ লাহৌরে পাকিস্তান সুপার লিগের ফাইনাল হয়। ড্যারেন স্যামি, মার্লন স্যামুয়েলস, ক্রিস জর্দানরা সেই ম্যাচ খেলতে যান। ২০১৭ সালে একটি টি-২০ ম্যাচ খেলতে লাহৌরে যায় শ্রীলঙ্কা। সেই দলের নেতৃত্বে ছিলেন থিসারা। সেবারও বেশ কয়েকজন নামী ক্রিকেটার পাকিস্তানে যাননি। ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগের ফাইনাল ম্যাচ হয় করাচিতে। তার আগে দু’টি সেমিফাইনাল হয় লাহৌরে। করাচিতে ফাইনাল খেলেন স্যামি, আন্দ্রে ফ্লেচার, লিয়াম ডসন, লুক রঞ্চি, জেপি দুমিনি, সমিত পটেলরা। এরপর পাকিস্তান সফরে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে কার্লোস ব্রেথওয়েট, জেসন হোল্ডার, ক্রিস গেইল ও দেবেন্দ্র বিশু পাকিস্তানে যেতে অস্বীকার করেন। চলতি বছরের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলও পাকিস্তান সফরে যায়। তবে দলের সঙ্গে যাননি অধিনায়ক স্টেফানি টেলর।