কানপুর: গঙ্গাকে পরিচ্ছন্ন করার বার্তা নিয়ে কানপুর থেকে সাঁতার কেটে বারাণসী যাচ্ছে ১১ বছরের শ্রদ্ধা শুক্ল। সে ১০ দিনের মধ্যে ৫৭০ কিলোমিটার পথ পাড়ি দিতে চাইছে। রবিবার থেকে যাত্রা শুরু হয়েছে। প্রথম দিনই ৮০ কিলোমিটার সাঁতার কাটা হয়ে গিয়েছে। বাকি পথ সহজেই পাড়ি দিতে পারবে বলে আশা শ্রদ্ধার।

 

কানপুরের এই খুদে সাঁতারু ‘জলপরী’ নামে পরিচিত। গঙ্গাবক্ষে এই যাত্রা শুরু করার সময় তাকে উৎসাহ দিতে বহু মানুষ হাজির ছিলেন। বর্ষার এই মরশুমে গঙ্গার জল অনেক বেড়ে গিয়েছে, স্রোতও ভালই রয়েছে। শ্রদ্ধার যাতে কোনওরকম বিপদ না হয় তা নিশ্চিত করার জন্য তার সঙ্গে দুটি নৌকাও যাচ্ছে। সেই নৌকাদুটিতে চিকিৎসক, চার জন মাঝি, একজন লাইফগার্ড এবং খাবার আছে।

 

মাত্র দু বছর বয়স থেকেই ঠাকুর্দা মুন্নু শুক্লার সঙ্গে গঙ্গায় সাঁতার কাটা শুরু শ্রদ্ধার। বাবা ললিত এখন তার প্রশিক্ষক। ৬ বছর বয়স থেকেই নিয়মিত দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় যোগ দিচ্ছে সে। কানপুর থেকে বারাণসী পর্যন্ত এই যাত্রাপথে প্রতিদিন ৬০ কিলোমিটার করে সাঁতার কাটার পরিকল্পনা রয়েছে শ্রদ্ধার। তবে প্রথমদিনেই সে ২০ কিলোমিটার বেশি সাঁতরে ফেলেছে। এভাবে সাঁতার কাটতে থাকলে ১০ দিনের আগেই সে বারাণসী পৌঁছে যেতে পারে।

 

শ্রদ্ধা গঙ্গায় যে পথ পাড়ি দিতে চলেছে, তা অলিম্পিকে ১৩ বার ম্যারাথনে দৌড়নোর সমান। এই খুদে সাঁতারু অবশ্য সেই চ্যালেঞ্জ নিয়েছে। সে জাতীয় রেকর্ড গড়তে চাইছে। এরপর ইংলিশ চ্যানেল জয় করা এবং অলিম্পিকে যোগ দেওয়াই শ্রদ্ধার লক্ষ্য।